বোঝাই যাচ্ছে কনের দেহের ওজনের সমান সোনার ইট মাপা হচ্ছে। কিন্তু কেন এই কাণ্ড? অধিকাংশ নেটিজেনের মত, ওই সোনার ইট বরপণ দেওয়া হবে। ভাইরাল ভিডিও দেখে অনেকের আবার বিপরীত মত যে ওই স্বর্ণইষ্টক আসলে কন্যাপণ। কিন্তু আসল কারণ কী, জানা যায়নি। ভিডিওর শেষে দেখা যায় বরবেশী তরুণ তাঁর তলোয়ারটিও রেখে দেন।
advertisement
আরও পড়ুন : মাটি খুঁড়ে ৮৬৫ বছরের প্রাচীন ৫৭০ টি স্বর্ণমুদ্রা! গুপ্তধন পেয়ে রাতারাতি ধনকুবের ফাস্টফুড দোকানের মালিক
ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, আসল সোনা দিয়ে তৈরি করা হয়নি ইটগুলি। ক্যাপশনে লেখা হয়েছে 'রাজকীয় পাকিস্তানি বিয়ের কিছু মুহূর্ত দুবাইয়ে। এই ভিডিও ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। কারণ কনের ওজনের সমান সোনা মাপা হয়েছে। তবে সোনা আসল নয়। মনে করিয়ে দিচ্ছে জোধা আকবর ছবির বিয়ের দৃশ্য।'
আরও পড়ুন : ১৫ বছরের দাম্পত্যে ১২ সন্তান! এখানেই থামতে চান না এই দম্পতি
বিস্ময়ের পাশাপাশি এই ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হয়েছে সমালোচনার ঝড়ও। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নিন্দা করেছেন পণপ্রথার। উঠে এসেছে ভোগবাদের প্রসঙ্গও। এক নেটিজেন লিখেছেন, 'কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু এটা দুঃখজনক, নিন্দাজনক এবং রুচিহীন। এটা যেন বাজারে গিয়ে তরিতরকারি কেনা।'