ইনস্টাগ্রামে শেয়ার হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, সাহসী এক মেয়ে শুয়ে রয়েছেন, তাঁর চুল পিছন দিকে বিছিয়ে দেওয়া রয়েছে একটি টেবিলের উপর। আর সেই চুল তাঁর বন্ধু কেটে দিচ্ছেন। এতে তো ভাইরাল হওয়ার কিছুই নেই। কিন্তু আসল ঘটনা হল, বন্ধুটি মেয়েটির চুল কাটছেন মাংস কাটার বড় ছুরি দিয়ে। ভাবতে পারছেন, যে ছুরি দিয়ে মাংসের পিস করা হয়, সেটি সপাটে চালিয়ে ফটাফট চুল কাটা হচ্ছে। পুজোর আগে স্যাঁলোতে সময় কাটানো সুন্দরীরা তো বটেই, নেটপাড়ার বেশিরভাগেরই চোখ কপালে উঠেছে এই ভিডিও দেখে। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিওটি (Viral Video)।
advertisement
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেন নানা কমেন্টও করেছেন। কেউ প্রশ্ন করেছেন, 'সত্যি কি এটা ঘটেছে?', কেউ আবার মেয়েটির সাহসকে কুর্নিশ জানিয়েছেন। ভিডিওটি প্রায় ৫ লক্ষ ভিউজ পেয়েছে কিছু সময়ের মধ্যে। মজা করে এক ইউজার লিখেছেন, নতুন হেয়ারকাট নাকি? চপি হেয়ারস্টাইল। আরেকজনের মস্করা, ওদের বাড়িতে একদম খেতে যাব না। কিন্তু কেন এভাবে চুল কেটেছেন ওই যুবতী, তা অবশ্য জানা যায়নি।
লকডাউনের সময় বাড়িতে অনেকেই আনকোরা হাতে নিজেই নিজেদের বা পরিবারের অন্য কেউ চুল কাটার দায়িত্ব নিয়েছিলেন। এমনকী বিরাট কোহলিও অনুষ্কা শর্মার চুল কেটে দিয়েছিলেন বলে সংবাদ শিরোনামে এসেছিল। কিন্তু তা বলে মাংস কাটার ধারালো ছুরি দিয়ে এভাবে চুল কাটার দৃশ্য এই প্রথম দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওটি কোথাকার তা জানা যায়নি।
আরও পড়ুন: সে কী, এমনও হয়? লঙ্কার ভিতরে ম্যাগি দিয়ে মির্চি-ম্যাগি! তুমুল ভাইরাল রেসিপি