সংবাদ সংস্থা এপি -র রিপোর্ট অনুসারে গুয়াক্কিল শহরে টিসি টেলিভিশন নেটওয়ার্কের সেটে মুখ মুখোশে ঢেকে কিছু মানুষ ঢুকে আসেন। তারা সেখান থেকে ঘোষণা করে তাদের কাছে বোমা আছে। লাইভ টিভিতে ভেসে আসে গুলি চলার আওয়াজ।
এই সময়ে বন্দুকধারীরা সংবাদমাধ্যমের কর্মীদের মাটিতে শুয়ে পড়তে বাধ্য করে। এক বন্দুকধারী এক কর্মচারীর মাথায় বন্দুক ধরে , তাঁকে হুমকি দেন। একজন মহিলাকে চিৎকার করতে শোনা যায়, ‘গুলি মেরো না, প্লিজ আমাদের গুলি মেরো না।’’
advertisement
ইকুয়েডরের রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোআ মঙ্গলবার দেশে শক্তিশালী অপরাধী গ্যাংদের বিরুদ্ধে সেনা অভিযানের আদেশ দেন৷ আর তারপরেই এরকম ঘটনা সামনে আসেন৷
দেশে সবচেয়ে শক্তিশালী গ্যাংলিডারের অন্যতম এডোল্ফো মৈসিয়াস বিলমর জেল থেকে পালানোর পর দেশে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়৷ ফিটোর নাম কুখ্যাত এবং শক্তিশালী গ্যাং লিডর দেশের সবচেয়ে শক্তিশালী জেল থেকে পালিয়ে যান৷ তবে টিভি স্টুডিওতে যারা হামলা চালিয়েছে তাদের গ্যাংস্টারের দলের সঙ্গে যোগ রয়েছে কিনা তার দিশা নেই এখনও ৷