TRENDING:

Viral Video: ‘গুলি মেরো না প্লিজ’ লাইভ টিভি শো চলাকালীন স্টুডিওতে বন্দুকবাজের হামলা, চরম আতঙ্ক

Last Updated:

Viral Video: মুখ ঢাকা মুখোশে! লাইভ টিভি শো চলাকালীন স্টুডিওতে ঢুকে যুদ্ধ ঘোষণা, পরিস্থিত চরম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুইতো: ইকুয়েডর থেকে যে ভিডিও এখন ইন্টারনেট দুনিয়া কাঁপছে ৷ এরকম ভিডিও কখনও দেখা যাবে কেউ কখনও ভাবেনি৷ লাইভ টিভি স্টুডিওতে ঢুকে পড়ল একদল বন্দুকবাজ৷ মুখ ঢাকা মুখোশে৷ তারা সেখান থেকে সরাসরি যুদ্ধ ঘোষণা করল৷ তারা সেই স্টুডিতে উপস্থিত সকলকে এবং নিরাপত্তারক্ষীদের মেরে দেওয়ার হুমকি দেয়৷
 ‘গুলি মেরো না প্লিজ’ লাইভ টিভি শো চলাকালীন স্টুডিওতে বন্দুকবাজের হামলা
‘গুলি মেরো না প্লিজ’ লাইভ টিভি শো চলাকালীন স্টুডিওতে বন্দুকবাজের হামলা
advertisement

সংবাদ সংস্থা এপি -র রিপোর্ট অনুসারে গুয়াক্কিল শহরে টিসি টেলিভিশন নেটওয়ার্কের সেটে মুখ মুখোশে ঢেকে কিছু মানুষ ঢুকে আসেন। তারা সেখান থেকে ঘোষণা করে তাদের কাছে বোমা আছে। লাইভ টিভিতে ভেসে আসে গুলি চলার আওয়াজ।

এই সময়ে বন্দুকধারীরা সংবাদমাধ্যমের কর্মীদের মাটিতে শুয়ে পড়তে বাধ্য করে। এক বন্দুকধারী এক কর্মচারীর মাথায় বন্দুক ধরে , তাঁকে হুমকি দেন। একজন মহিলাকে চিৎকার করতে শোনা যায়, ‘গুলি মেরো না, প্লিজ আমাদের গুলি মেরো না।’’

advertisement

ইকুয়েডরের রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোআ মঙ্গলবার দেশে শক্তিশালী অপরাধী গ্যাংদের বিরুদ্ধে সেনা অভিযানের আদেশ দেন৷ আর তারপরেই এরকম ঘটনা সামনে আসেন৷

advertisement

আরও পড়ুন- U 19 World Cup 2024: ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের সামনে ‘সিক্সার’-এর হাতছানি, কখন, কোথায় দেখবেন রইল সব তথ্য

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেশে সবচেয়ে শক্তিশালী গ্যাংলিডারের অন্যতম এডোল্ফো মৈসিয়াস বিলমর জেল থেকে পালানোর পর দেশে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়৷ ফিটোর নাম কুখ্যাত এবং শক্তিশালী গ্যাং লিডর দেশের সবচেয়ে শক্তিশালী জেল থেকে পালিয়ে যান৷ তবে টিভি স্টুডিওতে যারা হামলা চালিয়েছে তাদের গ্যাংস্টারের দলের সঙ্গে যোগ রয়েছে কিনা তার দিশা নেই এখনও ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: ‘গুলি মেরো না প্লিজ’ লাইভ টিভি শো চলাকালীন স্টুডিওতে বন্দুকবাজের হামলা, চরম আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল