যদিও দুবাইতে বহু মানুষ বাড়িতে বাঘ সিংহ পোষেন। ওদের দেশে লিগাল হিংস্র জন্তু ঘরে পোষা। যদিও পোষ মানার পর সেই সব বাঘ সিংহরা আর হিংস্র থাকে না। হয়ে ওঠে ঠিক যেন পোষা বিড়ালের মতো। তবে জঙ্গলে ছেড়ে রাখা সিংহের সঙ্গে ভাব করাটা মুখের কথা নয়। কিন্তু এই ভিডিও দেখলে আপনার সব ধারণা বদলে যাবে!
advertisement
সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। দুই সিংহকে ছেড়ে রাখা হয়েছে ঘেরাটোপে থাকা ন্যাশনাল পার্কে। যদিও এই দুই সিংহকে জঙ্গলে ছাড়ার আগে ছোট থেকেই বড় করা হয় একটি রেসকিউ সেন্টারে। সেখানে দায়িত্বে ছিলেন এক মহিলা। সেই মহিলাই ওই দুই সিংহের স্নান থেকে খাওয়া ঘুম সব কিছুর খেয়াল রাখতেন। সিংহরা একটু বড় হলে ওদেরকে ছেড়ে দেওয়া হয়। তবে গভীর জঙ্গলে নয়। একটি বিশাল পার্কে ছেড়ে রাখা হয়। যা দেখলে কোনও ন্যাশনাল পার্কই মনে হবে। যেখানে খাবার শিকার করে খাওয়া থেকে জীবনে কী ভাবে লড়ে বাঁচতে হয় তা শিখছে ওই দুই সিংহ। ওদেরকে ছেড়ে দিয়ে ওই মহিলা গরমের ছুটি কাটাতে নিজের বাড়িতে চলে যান।
আরও পড়ুন: ফুচকা দেখেই দাঁড়িয়ে পড়ল হাতি! টক জল দিয়ে একের পর এক ফুচকা খেল সে! ভিডিও তুমুল ভাইরাল
তবে বাড়ি থেকে ফের যখন মহিলা কাজে যোগ দিলেন, তখনই ঘটে আসল ঘটনা। ওই মহিলা পার্কের ধারে গিয়ে একবার শুধু সিংহ দুটিকে নাম ধরে ডাক দেন। সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে দুই সিংহ। লোহার গেটের বাধা অতিক্রম করে ওই মহিলাকে জড়িয়ে ধরে তারা। শুধু জড়িয়ে ধরা নয়। দু'হাতে মহিলার কাঁধে চেপে গালে আদর করতে থাকে। কিছুতেই ছাড়বে না। আদরের পর আদর চলতে থাকে। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়। বহু মানুষ বলছেন, জীব জন্তুদের ভালবাসা এমনটাই হয়। সে বাঘ হোক বা সিংহ বা বাড়ির পোষা কুকুর। মন ভাল করে দেবে এই ভাইরাল ভিডিও!