Viral Video | Elephant: ফুচকা দেখেই দাঁড়িয়ে পড়ল হাতি! টক জল দিয়ে একের পর এক ফুচকা খেল সে! ভিডিও তুমুল ভাইরাল

Last Updated:

Viral Video | Elephant: ফুচকা দেখেই ছুটে এল হাতি। ফুচকা না খেয়ে কিছুতেই যাবে না সে! কী আর করা, টক জল, ঝাল লঙ্কা দিয়ে একের পর এক ফুচকা খেল হাতি। ভাইরাল ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন!

Viral Video
Viral Video
#গুয়াহাটি:  ফুচকা বা পানিপুরি আমাদের দেশের চটপটা খাবারের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয়। গোটা দেশেই নানা নামে ডাকা হয় ফুচকাকে। আর বানানোর পদ্ধতিও এক এক জায়গায় এক এক রকম। বিহারের ফুচকাতে পেঁয়াজ থাকাটা মাস্ট। অসমে আবার ফুচকার মধ্যে চানাচুর, ছোলা, বাদাম কী না দেওয়া হয়! তবে পশ্চিমবঙ্গে বেশির ভাগ সময় ফুচকা ঝাল লঙ্কা আর টক জলেই জমে যায়। যদিও এখন আবার দই ফুচকা, মিষ্টি ফুচকা, কত রকমের যে হচ্ছে তার হিসেব নেই। ফুচকা খেতে ভালবাসেন না এমন মানুষ মেলা ভার। তবে হাতিকে কখনও দেখেছেন ফুচকা খেতে?
ভাবছেন তো এ আবার কী! হাতি কী করে ফুচকা খাবে! অবাক লাগলেও এমনটাই হয়েছে অসমের তেজপুরে। যদিও হাতিটি জঙ্গলের নয়। পোষা হাতি। হাতিকে সঙ্গে নিয়ে মাহুত সাফারিতে বেরিয়েছিল। সাফারি থেকে ফেরার সময় রাস্তায় ফুচকা বিক্রি হতে দেখে দাঁড়িয়ে পড়ে হাতি বাবাজি। কিছুতেই তাকে নড়ানো যাচ্ছিল না। কাউকে পাত্তা না দিয়ে সোজা ফুচকা ওয়ালার কাছে গিয়ে শুঁড় পেতে দাঁড়ায় হাতি। ফুচকা খাবে সে।
advertisement
View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
advertisement
হাতিকে দেখে ভিড় জমে যায় ফুচকা ওয়ালার সামনে। এর পর আলু দিয়ে, জল ভরে একের পর এক ফুচকা দিতে থাকে ফুচকা ওয়ালা। আর মন দিয়ে টপাটপ ফুচকা খেতে থাকে হাতি। খাবার শেষ হলেই শুঁড় এগিয়ে দিচ্ছে সে। এই অবাক দৃশ্য দেখতে ভিড় জমে যায় বহু মানুষের। হাতির ফুচকা খাওয়ার ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মাধ্যমে। এর পর কয়েক মিলিয়ন ভিউ হয় এই ভিডিওর। মুহূর্তে ভাইরাল হয়। হাতি বলে কী সে ফুচকা খেতে পারে না! ভিডিও দেখলে অবাক হবেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video | Elephant: ফুচকা দেখেই দাঁড়িয়ে পড়ল হাতি! টক জল দিয়ে একের পর এক ফুচকা খেল সে! ভিডিও তুমুল ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement