এই মানুষটি এগারোটি বাঘের (Tiger) সামনে ঘুরঘুর করতে শুরু করেন সুরক্ষাবলয় ভেঙে সেখানে পৌঁছে যান৷ এই ভিডিও এখন সোশ্যালমিডিয়ায় ভাইরাল (Viral Video) ৷ সকলে এটাকে বোকামির চরম উদাহরণ বলছেন৷ কিন্তু চিড়িয়াখানায় (zoo) থাকা সুরক্ষাকর্মীদের হুঁশ উড়ে গিয়েছিল৷
আরও পড়ুন - ICC T20 World Cup: Ind vs NZ: পাকিস্তানের কাছে হার থেকে শিক্ষা, এই চার ক্রিকেটারের নাম কাটা যাবে!
advertisement
এই ভয় ধরানো ঘটনা ২৩ অক্টোবর বেজিং চিড়িয়াখানায় ( Beijing Wildlife Park) হয়েছে৷ রোজকার মতোই সেদিন এখানে প্রচুর মানুষ চিড়িয়াখানায় (zoo) ঘুরতে এসেছিলেন৷ তখনই একটি মাথা খারাপ মানুষ নিজেদের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমে এগারোটি সাদা বাঘের দিকে দৌড়ে যান (Man in front of Tigers) সেখানে তিনি স্টান্ট দেখাতে শুরু করেন৷ চিড়িয়াখানার নিরাপত্তাকর্মীরা চিৎকার করতে থাকেন৷ তারপর তিনি কানে একটা কথাও নেননি এবং বাঘেদের (Tiger) দিকে এগিয়ে যান৷
চিড়িয়াখানায় নিজে গাড়ি ড্রাইভ করে ঘুরে দেখার অপশন নিয়েছিলেন৷ এই পদ্ধতিতে ট্যুরিস্টরা নিজেরাই গাড়ি চালিয়ে চিড়িয়াখানায় ঘুরে দেখতে পারেন সবদিক৷ সেরকই জিপ ড্রাইভ করতে করতে তিনি সাদা বাঘেদের একেবারে কাছে চলে যান৷ সেখানে তিনি হঠাৎ করেই নিজের গাড়ি থেকে লাফিয়ে বাইরে চলে আসেন৷ তাঁকে স্টাফরা বারবার মানা করছিলেন৷ ১১ টি বাঘের দলের সামনে দাঁড়িয়ে তিনি কার্যত বাঘদের চ্যালেঞ্জ করছিলেন৷ চিড়িয়াখানায় তিনি যখন ওভাবে দাঁড়িয়েছিলেন তখন সকলেই তাঁকে নিষেধ করছিলেন৷ ৩০ সেকেন্ডের ওই ক্লিপে তিনি যেন মরার জন্য রেডি ছিলেন৷
আরও পড়ুন - Job Vacancy: আপনি দশম শ্রেণী পাস, তাহলেই Indian Navy-তে কাজের সুযোগ!
চিড়িয়াখানার কর্মীরা এরপর নিজেরা চেষ্টা শুরু করেন৷ চিড়িয়াখানার কর্মীরা মানুষটিকে সরাতে না পেরে বাঘেদের দিকে খাবার ছুঁড়তে শুরু করেন৷ আরও যাঁরা চিড়িয়াখানায় বেড়াতে এসেছিলেন তাঁরা নিজেদের মতো করে এই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তা ছেড়ে দেন৷ যা এই মুহূর্তে ভাইরাল ভিডিও৷ এরপর পুলিশ গিয়ে ৫৬ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করে নেয়৷