TRENDING:

Viral Video: হ্যান্ড ব্যাগে ভদকার বোতল ! সিকিউরিটি চেকে আটকানোর পর বিমানবন্দরে কী কাণ্ড করলেন একদল তরুণী, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Women give free vodka shots to passengers: বিমানবন্দরে সিক্যুইরিটি চেকের সময় এই ধরনের অনেক জিনিসপত্রই ফেলে দিতে হয় ৷ যদি কিছু লিক্যুইড জিনিসপত্র কিনতে হয়, তাহলে সেটা সিকিউরিটি চেকের পরে ৷ তার আগে কখনই হ্যান্ড ব্যাগেজে তরল কিছু ১০০ মিলি-র বেশি রাখার অনুমতি দেওয়া হয় না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মায়ামি: বিমানযাত্রার সময়ে হ্যান্ড ব্যাগেজে ১০০ মিলিলিটারের বেশি তরল বা লিক্যুইড ক্যারি করা যায় না ৷ এই নিয়ম সকলেরই জানা ৷ কিন্তু তা সত্ত্বেও অনেকেই ভুল করে ফেলেন ৷ ভুলবশতই ব্যাগে রেখে দেন বেশি পরিমাণে লিক্যুইড জিনিস ৷ আর তার জন্য বিমানবন্দরে গিয়ে সমস্যায় পড়তে হয় ৷
Photo: Twitter
Photo: Twitter
advertisement

সিক্যুইরিটি চেকের সময় এই ধরনের অনেক জিনিসপত্রই ফেলে দিতে হয় ৷ যদি কিছু লিক্যুইড জিনিসপত্র কিনতে হয়, তাহলে সেটা সিকিউরিটি চেকের পরে ৷ তার আগে কখনই হ্যান্ড ব্যাগেজে তরল কিছু ১০০ মিলি-র বেশি রাখার অনুমতি দেওয়া হয় না (Women give free vodka shots to passengers at airport) ৷

আরও পড়ুন- হাতে চটি নিয়ে কুমীর তাড়ালেন ! মহিলার কাণ্ড দেখে অবাক প্রত্যেকেই, তুমুল ভাইরাল ভিডিও

advertisement

তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে একটি ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে এক মহিলার ব্যাগে ভদকার বোতল থাকায়, তা সিকিউরিটি চেকে আটকে দেওয়া হয় ৷ কিন্তু ওই মহিলা এবং তাঁর বন্ধুরা দামি ভদকা এইভাবে ফেলে দিতে চাননি ৷ আর কোনও উপায় নেই দেখে, সিকিউরিটি চেকের সামনে দাঁড়িয়ে ভদকার বোতল খুলে খেতে শুরু করেন তারা ৷ ডেকে ডেকে অন্য মহিলা যাত্রীদেরও খাওয়ান ৷ একদল মহিলা প্যাসেঞ্জারের এই কাণ্ডকারখানা দেখে সবাই অবাক ৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷

advertisement

টিকটকে এই ভিডিও পোস্ট করাও হয় ৷ মহিলা যাত্রীরা জানান, ‘‘আমাদের যখন সঙ্গে নিতে দেওয়া হয়নি ৷ তখন এই ভাবে সবাইকে খাইয়ে দিয়েছিলাম আমরা ৷’’

এই ভিডিও দেখে নেটিজেনরা অনেকে মজা পেলেও অনেকেই লিখেছেন, ‘‘ এ আবার কী ঘটনা ৷ এই ভাবে কী করে বিমানবন্দরের সিকিউরিটি চেকে মদ্যপান করা হচ্ছে ৷ অত্যন্ত খারাপ ঘটনা...৷ ’’

advertisement

আরও পড়ুন-মাত্র চার ঘণ্টায় তৈরি হল ৬,৪০০টি আইটেম ! ম্যাকডোনাল্ডসের কর্মীর কীর্তির ভিডিও ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সাধারণত পারফিউম বা ডিও স্প্রে বিমানবন্দরের সিকিউরিটি চেকে হ্যান্ড ব্যাগেজে থাকলে তা বের করে ফেলে দেওয়া হয় ৷ এমন অনেকেই রয়েছেন, যারা তখন চেষ্টা করেন ফেলে দেওয়ার আগে ডিও স্প্রে যতটা সম্ভব ব্যবহার করে নেওয়ার ৷ অন্য যাত্রীদেরও ব্যবহার করতে দেন তারা ৷ কিন্তু তাই বলে এই ভাবে বিমানবন্দরের সিকিউরিটি চেকের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ভদকা খাওয়ার ঘটনা আগে কেউ কখনও দেখেছেন কী না, কেউ মনে করতে পারছেন না ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: হ্যান্ড ব্যাগে ভদকার বোতল ! সিকিউরিটি চেকে আটকানোর পর বিমানবন্দরে কী কাণ্ড করলেন একদল তরুণী, দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল