আরও পড়ুন-টিকিট রিশেডেউলিংয়ে ‘চেঞ্জ ফি’ আপাতত নেওয়া হবে না, যাত্রীদের বিশেষ সুবিধা ইন্ডিগোর
বিপদ কখন ঘনিয়ে আসে, কেউ বলতে পারে না ৷ ব্রাজিলের সুল মিনাসের এই দুর্ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সবাই চমকে উঠেছেন ৷ ভয়ানক সেই দৃশ্য ! প্রকৃতির শোভা উপভোগ করতে করতেই বোট চালিয়ে যাচ্ছিলেন যাত্রীরা ৷ সেই সময় আচমকাই তাদের মাথার উপর ভেঙে পড়ে সেই বিশাল পাথরের অংশ ৷ শিউরে ওঠা সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
ব্রাজিলের এই হ্রদ পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝরনা, গুহা ইত্যাদির জন্যই এই জায়গায় বহু পর্যটক ভিড় করেন। পাহাড়ের গা ঘেঁষেই নৌকায় চেপে যাচ্ছিলেন পর্যটকরা ৷ ঠিক সেই সময় ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা ৷
আরও পড়ুন-পার্টিতে যাওয়া মেয়েদের এই ছবিতে লুকিয়ে রয়েছে বড় রহস্য; খেয়াল করে দেখলে চমকে উঠবেন!
পাহাড়ের গা থেকে পাথর ভেঙে পড়তে দেখলেও আস্ত এত বড় একটা চাঁই যে ভেঙে পড়বে, তা কেউই আন্দাজ করতে পারেননি ৷ ভয়ঙ্কর সেই দৃশ্য ! আহতের সংখ্যা অনেক বেশি হলেও ৯ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে ৷