আরও পড়ুন: ব্রিটিশ রাজপরিবারে করোনা হানা! আক্রান্ত রানি দ্বিতীয় এলিজাবেথ, রয়েছে মৃদু উপসর্গ
কিন্তু কেন আগুনের মধ্যে দিয়ে যাচ্ছে ট্রেন? তবেই শুনুন! এই জ্বলন্ত রেললাইন আমেরিকার শিকাগোর। সেখানে প্রতিবছর খুব ঠান্ডা পড়ে। রেললাইন স্টিলের তৈরি যা ঠান্ডায় সঙ্কুচিত হয়ে যায়। সেই পরিস্থিতিতে ট্রেনের চলাচলে সমস্যা হয়। এই সমস্যার সমাধান করতেই ট্র্যাকের পাশে ইনস্টল করা হয় গ্যাস ফিড হিটার। সেই হিটার থেকে বের হয় আগুন। যেখানে যেখানে রেল-লাইন সঙ্কুচিত হয়েছে, সেখানে আগুনের গরমের কারণে ফের রেললাইন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
advertisement
দেখুন সেই ভিডিও--
রেললাইন মেটালের তৈরি। মেটাল ঠাণ্ডায় সঙ্কুচিত হয়ে যায়! এবার জায়গায় জায়গায় রেললাইন সঙ্কুচিত হয়ে যাওয়ার ফলে রেললাইন ব্যবহারের অযোগ্য পড়ে! সেই সমস্যার মোকাবিলা করতেই এহেন ব্যবস্থা! রেললাইনের পাশে হিটার লাগানো থাকে, সেখান থেকেই নির্গত হয় আগুন, যা স্টিলকে গরম রাখে, সঙ্কুচিত হতে দেয় না। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে আর সেই দৃশ্য আচমকা দেখলে মনে হয়, যেন রেল-লাইনে আগুন লেগেছে! আসলে, হিটারগুলো রেললাইনের ঠিক গায়েই বসানো থাকে, সেখান থেকেই বের হয় আগুন! আপনি যদি প্রথমবার সেই দৃশ্য দেখেন, মনে হবে যেন রেললাইনেই আগুন জ্বলছে!