ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ি আমেরিকার (America এমা (Emma)ট্বিন পিক্স রেস্তোঁরায় চাকরির জন্য ইন্টারভিউ (job interview) দিতে যান হট অবতারে (Hot )৷ তাঁর বয়ফ্রেন্ড একেবারেই নারাজ ছিল গার্লফ্রেন্ডকে এই রূপে চাকরির ইন্টারভিউ দিতে যেতে৷ সোশ্যাল মিডিয়ায় টিকটক ভিডিও করে নিজের অবতার শেয়ার করে বয়ফ্রেন্ড তাঁকে বাধা দিচ্ছে এই খবর ভাইরাল করে দেন৷
advertisement
আরও পড়ুন - Viral News: চলছিল অনুশীলন, হঠাৎ ল্যান্ডিং হেলিকপ্টারের, প্রাণ ভয়ে ছোটাছুটি রাসেল, ইকবাল, মুর্তাজা-র
দেখে নিন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তাঁর হট ও বোল্ড অবতার (Hot Photo)
এদিকে বয়ফ্রেন্ড যে পোশাককে অপেশাদার বা আনপ্রফেশানাল বলেছিলেন সেই পোশাকেই কামাল করে দেন আমেরিকার এমা৷ তিনি সেই ক্রপটপ এবং হট প্যান্টের হট পোশাকেই চাকরির ইন্টারভিউ পাস করে যান৷ আসলে বয়ফ্রেন্ড তাঁকে যাই বলুন এমা নিজে নিজে স্থির করে নিয়েছিলেন তিনি যে পোশাক ঠিক করেছেন সেই পোশাকেই চাকরির ইন্টারভিউ দিতে যাবেন৷
আরও পড়ুন - Kiyan Nassiri: হ্যাটট্রিকের পর ড্রেসিংরুমে কী করলেন কিয়ান নাসিরি, দেখুন ভাইরাল ভিডিও
আসলে বিষয়টি অন্য এইরকম ক্রপ টপ ও হটপ্যান্ট ওই মহিলাকে রেস্তোঁরায় ওয়েট্রেস হিসেব পরতে হবে৷ তাই সেই পোশাকেই তিনি ইন্টারভিউ দিতে যাওয়ায় তাঁর চাকরি (job interview) পেতে কোনও অসুবিধাই হয়নি৷ আসলে যে চাকরির জন্য তিনি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন তার জন্য তাঁর পোশাক একেবারে পারফেক্ট ছিল৷
এমা -কে বহু নেটিজেন অবশ্য সমর্থণও করেছেন তাঁর পোশাক চয়নের বুদ্ধিমত্তার জন্য৷ তাঁরা এমা-র বয়ফ্রেন্ডের অপেশাদারি পোশাকের কটাক্ষ উড়িয়ে এমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন৷
