জানা গিয়েছে, জাপানের মন্দাজি কন ক্যাফে ডাকুতে ঢুকেই এক ক্রেতা ককটেল অর্ডার করেন। ওয়েট্রেসকে ককটেল বানাতে বলার পর তাঁর সামনে আসে এক 'অদ্ভুত দৃশ্য'। তিনি দেখেন ককটেল বানাতে ওই মহিলা নিজের রক্ত ব্যবহার করছেন। এটা দেখে রীতিমতো চমকে ওঠেন উপস্থিত সবাই। ঘটনাটি ঘটেছে জাপানের হোক্কাইডো আইল্যান্ডের সুসুকিনো এন্টারটেনমেন্ট জেলায়।
আরও পড়ুন: কুকুরের ডাকের মতো ঘেউ ঘেউ ও চিৎকার করে কথা বলে গোটা পরিবার, দেখেও বিশ্বাস করা কঠিন!
advertisement
শুধু তাই নয়, উপস্থিত ক্রেতাদের সতর্ক করা হয়, যারা যারা ওই তরুণীর হাতে বানানো ককটেল খেয়েছেন, তাঁদের সবারই জরুরি পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। তরুণীর রক্তে কোনও জীবাণু থাকলে তা থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা অনেকটাই বেশি। মন্দাজি কন ক্যাফের একটি বিশেষ ব্যাপার রয়েছে। সেখানের ওয়েট্রেসরা কালো পোশাকে গথিক লুকে সেজে থাকেন।
আরও পড়়ুন: ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC-র নতুন অ্যাপ এসেছে? চূড়ান্ত সর্বনাশ হতে পারে! জানুন
এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর গত ২ এপ্রিল তরুণী ওয়েটারকে বরখাস্ত করে ক্যাফে কর্তৃপক্ষ। ক্ষমা চাওয়া হয়, নিজেদের মান বাঁচাতে বিজ্ঞপ্তিও জারি করে তাঁরা।