TRENDING:

Viral News: আকাশে বেগুনি রঙের মেঘ ! চিলির এই ছবি দেখে অবাক গোটা বিশ্ব

Last Updated:

তবে আকাশে কেন বেগুনি রঙের মেঘ, তা নিয়ে অবশ্য রহস্য থেকেই গিয়েছে ৷ পোজো আলমন্তে শহরের কাছে একটি খনির কাছাকাছি জায়গাতেই আকাশে এই বেগুনি রঙের মেঘ দেখা গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সান্তিয়াগো: আকাশে সাদা-কালো কত ধরনের মেঘই না দেখা যায় ৷ কিন্তু তাই বলে বেগুনি ! এমন মেঘ তো কেউ কখনও দেখেছেন, বলে শোনা যায়নি ৷ দক্ষিণ আমেরিকার দেশ চিলির আকাশে এমন মেঘের ছবিই সম্প্রতি ধরা পড়েছে ৷ যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেও খুব বেশি সময় লাগেনি ৷
Image: @JeannetteQuim
Image: @JeannetteQuim
advertisement

এই দৃশ্য সত্যি অসামান্য ৷ এত গাঢ় বেগুনি রঙের মেঘ দেখে সবাই স্তম্ভিত ৷ চিলিক এক গ্রামের আকাশ জুড়ে এখন এই মেঘ নিয়েই এখন জোর চর্চা হচ্ছে ৷ পোজো আলমন্তে শহরের উপরে কিছু অংশ জুড়ে এমনই রঙিন মেঘ লক্ষ্য করেন স্থানীয়রা। স্থানীয় এক সংবাদমাধ্যমেই প্রথম এই মেঘের ছবি প্রকাশিত হয় ৷

advertisement

আরও পড়ুন- মিস ওয়ার্ল্ডেই এখন ফোকাস, তবে সুযোগ পেলে বলিউডেও কাজ করতে আগ্রহী মিস ইন্ডিয়া সিনি শেঠি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে আকাশে কেন বেগুনি রঙের মেঘ, তা নিয়ে অবশ্য রহস্য থেকেই গিয়েছে ৷ পোজো আলমন্তে শহরের কাছে একটি খনির কাছাকাছি জায়গাতেই আকাশে এই বেগুনি রঙের মেঘ দেখা গিয়েছে ৷ পরিবেশ কর্মীরা মনে করছেন, খনির কোনও বুস্টার পাম্পের বিকল হওয়ার কারণে তার থেকে সৃষ্ট ধোঁয়ায় এই আস্তরণ তৈরি হতে পারে। তবে এর পিছনে প্রাকৃতিক কোনও কারণ আছে কি না। তা খতিয়ে দেখা হচ্ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: আকাশে বেগুনি রঙের মেঘ ! চিলির এই ছবি দেখে অবাক গোটা বিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল