কলকাতা: ‘মিস ইন্ডিয়া ২০২২’ মুকুট সম্প্রতি জিতেছেন ২১ বছর বয়সী সিনি শেঠি (Miss India World Sini Shetty)। মুম্বইয়ের বাসিন্দা সিনি জানিয়েছেন, ভবিষ্যতে রুপোলি পর্দার দুনিয়ায় পা দিতেই বেশি আগ্রহী তিনি।
তাঁর অন্যতম প্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ছায়াছবির জগতের অর্জুন রেড্ডির সঙ্গে কাজ করার সুযোগ পেলে হাতছাড়া করবেন না বলে আগেই জানিয়েছিলেন সিনি। কিন্তু শুধুমাত্র বিজয়ই নয়, News18-কে সিনি জানালেন তাঁর সবচেয়ে প্রিয় অভিনেতা অবশ্যই শাহরুখ খান ৷ এবং কিং খানের সঙ্গে কাজ করাটা তাঁর কাছে স্বপ্নের মতো ৷
আদতে কর্ণাটকের বাসিন্দা সিনি বলেন, ‘ফর্ম পূরণ করার পরই শুরু হয়ে যায় উত্থান-পতন। আমি মিস কর্ণাটকের জন্য সেরা ১৫ জনের মধ্যে ছিলাম। তার পর অফলাইন অডিশনে যোগ দিই৷’
আসলে সিনি লেখাপড়া নিয়েই থাকতে চেয়েছিলেন, তাঁর লক্ষ্য ছিল কর্পোরেট জগতে চাকরি নেওয়া। কিন্তু হঠাৎই মডেলিংয়ের জগতে তাঁর পদার্পণ। সিনি বলেন, ‘‘এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি। দেশের আরও অনেকে থেকে শিখেছি তাঁদের মূল্যবোধ, সংস্কৃতি। চাকরি ছাড়তে চাই না। কিন্তু এটা আমার কাছে একটা শিক্ষা।’’
সিনি জানান, ‘‘আমার দেশের কত মহিলা নিজের ব্যক্তি স্বাতন্ত্র্য খুঁজেই পান না। আমার কাছে এটা আশীর্বাদ। মিস ইন্ডিয়ায় অংশগ্রহণ করার ইচ্ছে কার না থাকে ৷ ছোটবেলার থেকেই সুস্মিতা সেন, ঐশ্বর্য্য রাইদের দেখে বড় হয়েছি ৷ তাই সুযোগ যখন পেয়েছিলাম ৷ তখন সেটাকে কাজে লাগাতেই চেয়েছিলাম ৷ আর ঈশ্বরকে ধন্যবাদ প্রতিযোগীতায় সবকিছু ঠিকঠাকই গিয়েছে আমার ৷’’
আরও পড়ুন- তৈলাক্ত ত্বক? ময়েশ্চারাইজারটাই ক্ষতি করছে না তো
সম্প্রতি সিনি কলকাতায় ঘুরে গেলেন সুইস ঘড়ি প্রস্তুতকারক সংস্থার প্রচারে। ঘড়ি প্রস্তুতকারক সংস্থা Tissot PRX প্রদর্শন করল তাদের নতুন PRX ৩৫ মিলিমিটার ঘড়ি। একটি মডেল পাওয়া যাবে নীল, সবুজ, হালকা নীল বা সিলভার সানবার্স্ট ডায়ালের সঙ্গে স্যাটিন-ব্রাশ করা ধাতব কেস। অন্য একটি হলুদ-সোনালি PVD-কোটেড কেস এবং ডায়াল। Tissot PRX-এর ন’টি নতুন মডেলের মধ্যে রয়েছে নতুন স্বয়ংক্রিয় সংস্করণ, যার মধ্যে রয়েছে উচ্চমানের সোনার বেজেল, একটি পান্ডা ডায়াল-সহ একটি হাই-এন্ড স্বয়ংক্রিয় ক্রোনোগ্রাফ এবং পুরুষ ও মহিলা উভয়ের জন্য ৩৫ মিলিমিটার কেস-সহ ডিজাইনের একটি নতুন মডেল। এটি ১৯৭৮ সালের আসল মডেল থেকে অনুপ্রাণিত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।