আগেকার দিনে রাজাদের অনেক সংখ্যায় রানী থাকত ৷ বা রাজাদের একাধিক বিয়ের গল্প শোনা যেত ৷ কিন্তু বর্তমান সময় এত সংখ্যক স্ত্রী নিয়ে সংসার করার গল্প প্রায় শোনা যায় না বললেই চলে ৷ কিন্তু থাইল্যান্ডে এমনই একজন মানুষকে খুঁজে পাওয়া গিয়েছে, যার আটজন স্ত্রী (Viral news of Man with 8 Wives) ৷
advertisement
আরও পড়ুন-হোটেলের রুম সার্ভিসে থাকছে রোবট ! শীতকালীন অলিম্পিক্সে অতিথিদের জন্য অভিনব ব্যবস্থা চিনে
সেই ছবি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা অনেকেই মজার ছলে প্রশ্ন করেছেন, একজন বউ নিয়ে থাকাই যেখানে এত কঠিন হয়ে পড়েছে ৷ সেখানে এক বা দুই নয়, একেবারে আটজন স্ত্রী ! ভাবা যায় না ৷
ওং ড্যাম সোরোট। গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে বিপুল চর্চা হচ্ছে। সোরোট পেশায় এক জন ট্যাটু শিল্পী। সোরোটের দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি।
সোরোট জানান, তাঁর স্ত্রী-রা প্রত্যেকেই তাঁকে খুব ভালোবাসেন এবং যত্ন করেন ৷ প্রত্যেকেই খুব ভালো আছেন ৷ সবার সঙ্গেই বোঝাপড়া অত্যন্ত ভালো ৷ সংসারে কোনও অশান্তি নেই ৷ সোরোটের স্ত্রী-রা জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই তাঁদের স্বামীকে খুব ভালবাসেন। কোনও ঝগড়া-অশান্তি নেই তাঁদের মধ্যে ৷
এখন প্রশ্ন হল, এখনকার দিনে এত সংখ্যায় বউ, কীভাবে ? সবাই একটা সংসার সামলাতেই যেখানে হিমশিম খাচ্ছেন, সেখানে একসঙ্গে আটজন স্ত্রী ! অবিশ্বাস্য ! তাহলে কি সোরোটের প্রচুর সম্পত্তি রয়েছে ? তার জন্যই কি এত সংখ্যক মেয়ে তাঁকে বিয়ে করতে চান ? সোরোট নিজে একজন ট্যাটু শিল্পী এবং স্ত্রী-রা প্রত্যেকেই কিছু না কিছু করেন, ফলে সংসার চালাতে নাকি কোনও সমস্যা হয় না ৷