আরও পড়ুন-বিরাট কোহলির সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্কে ফাটল ? ফোন, কথাবার্তা সব বন্ধ ?
কেন বিয়েতে বান্ধবীকে ডাকা হল না ? অনেকেই ভাববেন, হয়তো দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছিল ৷ কিন্তু তা আসলে নয় ৷ প্রিয় বান্ধবীর বিয়ের জন্য স্পেশাল গাউন অর্ডার করেছিলেন ২১ বছরের অ্যালেনা ইলডিজ (Alena Yildiz) ৷ তিনি একজন নামী মডেলও ৷ কিন্তু ওই সুন্দর গাউনটা বানিয়েই যেন সব বিগড়ে দিলেন অ্যালেনা ৷ কারণ পোশাকটি পরে এতই সুন্দর লাগছিল তাঁকে ৷ যে বান্ধবী নিজের বিয়েতেই তাঁকে আর ডাকলেন না ৷ কারণ তাঁর মনে হয়েছিল বিয়েতে অ্যালেনা এলে, তাঁর থেকে বেশি সুন্দর লাগবে অ্যালেনাকে (Woman Uninvited Friend in Wedding for looking too good) !
advertisement
এমনটাও যে ঘটা সম্ভব, তা হয়তো অ্যালেনা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা শেয়ার না করলে বোঝা সম্ভব হত না ৷ অনেকেই অনেককে ঈর্শা করেন ৷ প্রিয় বন্ধুদের মধ্যেও এমনটা ঘটে থাকে ৷ কিন্তু তাই বলে সরাসরি নিজের বিয়েতে আমন্ত্রণ বাতিল করে দেওয়ার ঘটনা বিরল ৷ আর তাও কোনও ঝামেলা, বিবাদ ছাড়াই ৷
আরও পড়ুন-বিয়েতে বর-বউকে নিয়ে স্টেজেই ভেঙে পড়ল দোলনা ! সাংঘাতিক ঘটনার ভিডিও ভাইরাল
বান্ধবীর বিয়ের জন্য ভালোমতোই প্রস্তুতি সেরে রেখেছিলেন ২১ বছরের অ্যালেনা ৷ কিন্তু হঠাৎ করে এমনটা ঘটায় তিনি স্বভাবতই ‘শকড’ ! আর তা হওয়াটাই স্বাভাবিক ৷ যে বান্ধবীর বিয়ের জন্য এতদিন আগের থেকেই সুন্দর পোশাক এবং অন্যান্য জিনিস তৈরি করে রেখেছিলেন ৷ তাঁর বিয়েতেই কী না যাওয়া বন্ধ হয়ে গেল, শুধুমাত্র তিনি বেশি সুন্দর লাগবেন বলে !