TRENDING:

Viral News: তাঁর থেকে বেশি সুন্দর লাগবে দেখতে, বিয়েতে এই কারণে বান্ধবীকে আমন্ত্রণই জানালেন না পাত্রী !

Last Updated:

Woman not invited in wedding as she looked more beautiful than bride: বান্ধবীর বিয়ের জন্য ভালোমতোই প্রস্তুতি সেরে রেখেছিলেন ২১ বছরের অ্যালেনা ৷ কিন্তু হঠাৎ করে এমনটা ঘটায় তিনি স্বভাবতই ‘শকড’ !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বার্লিন: বিয়েতে বন্ধু-বান্ধবদের আমন্ত্রণ না জানালে হয় ৷ বেস্ট ফ্রেন্ড হোক কিংবা ক্লাসমেট, বিয়েতে বন্ধু-বান্ধবরাই সবচেয়ে বেশি আনন্দ করে থাকে ৷ কিন্তু সম্প্রতি সংবাদপত্র ডেইলি স্টারের খবরে প্রকাশিত এমন এক ঘটনার কথা সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে নিজের বান্ধবীকেই বিয়েতে ডাকলেন না পাত্রী (Viral News) ৷ কারণটা জানলে অবাক হবেন (Woman not invited in wedding as she looked more beautiful than bride) !
Photo: TikTok
Photo: TikTok
advertisement

আরও পড়ুন-বিরাট কোহলির সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্কে ফাটল ? ফোন, কথাবার্তা সব বন্ধ ?

কেন বিয়েতে বান্ধবীকে ডাকা হল না ? অনেকেই ভাববেন, হয়তো দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছিল ৷ কিন্তু তা আসলে নয় ৷ প্রিয় বান্ধবীর বিয়ের জন্য স্পেশাল গাউন অর্ডার করেছিলেন ২১ বছরের অ্যালেনা ইলডিজ (Alena Yildiz) ৷ তিনি একজন নামী মডেলও ৷ কিন্তু ওই সুন্দর গাউনটা বানিয়েই যেন সব বিগড়ে দিলেন অ্যালেনা ৷ কারণ পোশাকটি পরে এতই সুন্দর লাগছিল তাঁকে ৷ যে বান্ধবী নিজের বিয়েতেই তাঁকে আর ডাকলেন না ৷ কারণ তাঁর মনে হয়েছিল বিয়েতে অ্যালেনা এলে, তাঁর থেকে বেশি সুন্দর লাগবে অ্যালেনাকে (Woman Uninvited Friend in Wedding for looking too good) !

advertisement

এমনটাও যে ঘটা সম্ভব, তা হয়তো অ্যালেনা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা শেয়ার না করলে বোঝা সম্ভব হত না ৷ অনেকেই অনেককে ঈর্শা করেন ৷ প্রিয় বন্ধুদের মধ্যেও এমনটা ঘটে থাকে ৷ কিন্তু তাই বলে সরাসরি নিজের বিয়েতে আমন্ত্রণ বাতিল করে দেওয়ার ঘটনা বিরল ৷ আর তাও কোনও ঝামেলা, বিবাদ ছাড়াই ৷

advertisement

আরও পড়ুন-বিয়েতে বর-বউকে নিয়ে স্টেজেই ভেঙে পড়ল দোলনা ! সাংঘাতিক ঘটনার ভিডিও ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

বান্ধবীর বিয়ের জন্য ভালোমতোই প্রস্তুতি সেরে রেখেছিলেন ২১ বছরের অ্যালেনা ৷ কিন্তু হঠাৎ করে এমনটা ঘটায় তিনি স্বভাবতই ‘শকড’ ! আর তা হওয়াটাই স্বাভাবিক ৷ যে বান্ধবীর বিয়ের জন্য এতদিন আগের থেকেই সুন্দর পোশাক এবং অন্যান্য জিনিস তৈরি করে রেখেছিলেন ৷ তাঁর বিয়েতেই কী না যাওয়া বন্ধ হয়ে গেল, শুধুমাত্র তিনি বেশি সুন্দর লাগবেন বলে !

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: তাঁর থেকে বেশি সুন্দর লাগবে দেখতে, বিয়েতে এই কারণে বান্ধবীকে আমন্ত্রণই জানালেন না পাত্রী !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল