আরও পড়ুন-চাই সবার চেয়ে ছিপছিপে কোমর, পাঁজর কেটে বাদ দিলেন না কি এই প্লেবয়-মডেল?
ঘটনাটি ঘটেছে গত মাসের শেষের দিকে ৷ সাপটিকে ঘরের ভিতরে ঢুকতে দেখেই এক মুহূর্ত দেরি না করে ফায়ারপ্লেস (Fireplace) থেকে জ্বলন্ত কাঠকয়লা সাপটিকে লক্ষ্য করে ছুড়ে মারেন ওই ব্যক্তি ৷ সাপ অবশ্য শুধুমাত্র এতেই মরার প্রাণী নয় ৷ তবে এর ফলে ভয় পেয়ে সেটি অন্য কোথাও চলে যাবে বলেই মনে করেছিলেন বাড়ির মালিক ৷ কিন্তু সাপটির কোনও আঘাত লাগা বা মারা যাওয়া তো দূরে কথা, উল্টে কাঠকয়লার আগুন বাড়ির আসবাবপত্রে ধরে যায় ৷ দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ি ৷ মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে যায় প্রায় গোটা বাড়িটি !
আরও পড়ুন-স্বামীর এ কী চাহিদা! স্ত্রীর সন্তান প্রসবের সময়ে ঘরে রাখতে হবে তাঁর দেওরকেও
জানা গিয়েছে, বাড়িটি তৈরি করতে খরচ হয়েছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা ৷ একটা সাপ মারতে গিয়ে নিজের সাধের বাড়িই পুড়িয়ে ফেললেন আমেরিকার মেরিল্যান্ডের ওই ব্যক্তি ৷