ভয়াবহ ঘটনা ! সকালের ব্যস্ত সময় বাজার চলছিল সুন্দর ভাবেই ৷ প্রচুর মানুষ বাজারে ভিড় জমিয়েছিলেন ৷ জিনিস কিনছিলেন নিজেদের পছন্দ এবং প্রয়োজনমতো ৷ কিন্তু তখনই ঘটে গেল এই সাংঘাতিক দুর্ঘটনা ৷ বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় জমে থাকা জলের উপর পড়তেই মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২৬ জনের ৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই দুর্ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে ৷ অনেক ভিডিওতেই দেখা গিয়েছে আতঙ্কে মানুষ পালাচ্ছেন ওই বাজার থেকে ৷ দিশেহারা হয়ে ছুটছেন তারা ৷ তবে ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কয়েক সেকেন্ডের বিষয় ৷ দুর্ঘটনা ঘটার থাকলে, তা ঘটবেই ৷ চোখের সামনে এত মানুষকে একসঙ্গে মারা যেতে দেখে আতঙ্কে দৌড়তে শুরু করেন বাজারে উপস্থিত অন্যান্য ক্রেতা ও বিক্রেতারা (Viral News) ৷
আরও পড়ুন-Viral News: মদ খেয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এলেন মহিলা! নেশার ঘোরে ২ ঘণ্টা ধরে যা করলেন !
যদিও কেন ওই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ কঙ্গোর বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ৷ রাজধানী কিনশাসার কাছেই মাতাদি কিবালা নামের ওই জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ সম্ভবত প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাতেই বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে ৷