TRENDING:

Viral News: জনবহুল বাজারে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২৬ জনের !

Last Updated:

At least 26 people have died after they were electrocuted by a falling power cable: মাতাদি কিবালা (Matadi Kibala) নামের ওই জায়গার একটি মার্কেটে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ২৬ জনের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কিনশাসা, কঙ্গো: বিপদ কখনও বলে আসে না ৷ দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনও মুহূর্তে ৷ তারই উদাহরণ পাওয়া গেল সম্প্রতি আফ্রিকার রিপাবলিক অফ কঙ্গোর রাজধানীর এক বাজারে (Viral News) ৷ মাতাদি কিবালা (Matadi Kibala) নামের ওই জায়গার একটি মার্কেটে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ২৬ জনের ( At least 26 people have died after they were electrocuted by a falling power cable) !
Image: Twitter
Image: Twitter
advertisement

আরও পড়ুন-Viral Video: ‘বাবা কেন না খেয়ে দিন-রাত কাজ করে, আমার চিন্তা হয়...’ ছোট্ট মেয়েটির কান্নার ভিডিও ভাইরাল!

ভয়াবহ ঘটনা ! সকালের ব্যস্ত সময় বাজার চলছিল সুন্দর ভাবেই ৷ প্রচুর মানুষ বাজারে ভিড় জমিয়েছিলেন ৷ জিনিস কিনছিলেন নিজেদের পছন্দ এবং প্রয়োজনমতো ৷ কিন্তু তখনই ঘটে গেল এই সাংঘাতিক দুর্ঘটনা ৷ বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় জমে থাকা জলের উপর পড়তেই মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২৬ জনের ৷

advertisement

advertisement

সোশ্যাল মিডিয়ায় এই দুর্ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে ৷ অনেক ভিডিওতেই দেখা গিয়েছে আতঙ্কে মানুষ পালাচ্ছেন ওই বাজার থেকে ৷ দিশেহারা হয়ে ছুটছেন তারা ৷ তবে ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে ৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কয়েক সেকেন্ডের বিষয় ৷ দুর্ঘটনা ঘটার থাকলে, তা ঘটবেই ৷ চোখের সামনে এত মানুষকে একসঙ্গে মারা যেতে দেখে আতঙ্কে দৌড়তে শুরু করেন বাজারে উপস্থিত অন্যান্য ক্রেতা ও বিক্রেতারা (Viral News) ৷

advertisement

আরও পড়ুন-Viral News: মদ খেয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এলেন মহিলা! নেশার ঘোরে ২ ঘণ্টা ধরে যা করলেন !

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

যদিও কেন ওই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ কঙ্গোর বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ৷ রাজধানী কিনশাসার কাছেই মাতাদি কিবালা নামের ওই জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ সম্ভবত প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাতেই বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: জনবহুল বাজারে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২৬ জনের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল