ঠিক কী ঘটেছিল? জানা যায়, মাস্কের বদলে মহিলার অন্তর্বাস মুখে পরে প্লেনে উঠলেন এক ব্যক্তি! ফ্লোরিডায় ইউনাইটেড এয়ারলাইনস-এর বিমানে মুখে লাল রং-এর থং পরে উঠলেন আমেরিকার বাসিন্দা বছর ৩৮-এর অ্যাডাম জেন। সেই দৃশ্য দেখে বিমানের যাত্রী-সহ বিমান কর্মীদের চোখ কপালে (Viral)!
দেখুন সেই ভিডিও--
আরও পড়ুন:মাস্কেই সায়েস্তা মারণ ভাইরাস, করোনাভাইরাস ছুঁলেই জ্বলে উঠবে এই মাস্ক
কিন্তু কেন এমন অদ্ভুত আচরণ করলেন অ্যাডাম? তাঁর ভাষায়, মুখে থং পরে বিমান কর্তৃপক্ষের 'অযৌক্তিক আচরণ'-এর বিরুদ্ধে নিজের প্রতিবাদ জানিয়েছেন অ্যাডাম! কী অযৌক্তিক আচরণ? অ্যাডামের মতে, বিমানে যাত্রীদের জোর করে মাস্ক পরতে বাধ্য করা হয়। শুধু খাওয়া ও পান করার সময় মাস্ক খোলা যায়! এই ভয়াবহ কোভিড আবহেও বিমান কর্তৃপক্ষের এই কড়াকাড়ি অ্যাডামের কাছে 'অযৌক্তিক' বলে মনে হয়েছে, আর তাই তিনি মুখে থং পরে প্রতিবাদ জানিয়েছে! তাঁর কথায়, বিমান কর্তৃপক্ষের অযৌক্তিক আচরণের প্রতিবাদে আমিও অযৌক্তিক আচরণ করেছি।
আরও পড়ুন:এবার হাসির উপরেও নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ায়, নির্দেশ জারি করল প্রশাসন
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাডাম প্লেনে উঠেছে মুখে লাল রং-এর থং পরে! বিমানের এক কর্মী তাঁকে বলেছেন, তিনি যদি মুখ থেকে থং-টি না খোলেন, তবে তাঁকে প্লেন থেকে নেমে পরতে হবে। কিছুক্ষণ বাক্যালাপ চলার পর দেখা যায়, প্লেন থেকে নেমে যাচ্ছেন অ্যাডাম জেন। জানা যায়, অ্যাডাম জেন-কে নিশিদ্ধ ঘোষণা করেছে United Airlines। জেন জানান, তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়ার পর, আরও অনেক যাত্রী তাঁর প্রতিবাদকে সমর্থন করে প্লেন থেকে নেমে যান।