TRENDING:

US-Taiwan Conflict: চিন আমেরিকা জটিল সংঘাত! তাইওয়ানের আকাশসীমায় ২০ টিরও বেশি চিনা ফাইটার জেটের প্রবেশ

Last Updated:

US Taiwan Conflict: চিন স্ব-শাসিত, গণতান্ত্রিক তাইওয়ানকে নিজের অঞ্চল হিসাবে বিবেচনা করে এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে দ্বীপটি দখল করার কথাও বলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০টিরও বেশি চিনা সামরিক বিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে! মঙ্গলবার মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইপেইতে অবতরণের পরই এই সামরিক বিমানগুলি প্রবেশ করেছে বলে তাইওয়ান জানিয়েছে। ন্যান্সি পেলোসি মঙ্গলবার সন্ধ্যায় তাইওয়ানে অবতরণ করেন। চিনের বারংবার কঠোর সতর্কতা এবং হুমকির অগ্রাহ্য করেই মার্কিন মুলুকের এই পদক্ষেপ, যার জেরে বিশ্বের দুই অন্যতম শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
Nancy Taiwan Visit
Nancy Taiwan Visit
advertisement

রাষ্ট্রপতির ঠিক পরের পদমর্যাদায় রয়েছেন ন্যান্সি পেলোসি। গত ২৫ বছরে তাইওয়ান সফরে আসা নির্বাচিত মার্কিন আধিকারিক ন্যান্সিই। বেইজিং স্পষ্ট করে জানিয়েছে, ন্যান্সির উপস্থিতিকে ‘উস্কানি’ হিসেবেই দেখছে চিন। ৮২ বছর বয়সী এই আধিকারিক এক মার্কিন সামরিক বিমানে এসে পৌঁছন তাইপেইয়ে। সোংশান বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ তাঁকে অভ্যর্থনাও জানিয়েছেন।

আরও পড়ুন- জওয়াহিরির মৃত্যুর পর আল-কায়দা সামলাবেন কে, উঠছে বিন লাদেনের বিশ্বস্ত কর্মীর নাম

advertisement

“আমাদের প্রতিনিধি দলের তাইওয়ান সফর তাইওয়ানের প্রাণবন্ত গণতন্ত্রকে সমর্থন করার লক্ষ্যে আমেরিকার শাশ্বত প্রতিশ্রুতিকেই সম্মানিত করে,” এক বিবৃতিতে বলেন ন্যান্সি। তাঁর সফর তাইওয়ান এবং বেইজিংয়ের প্রতি মার্কিন নীতির “বিরোধী নয়” বলেও মন্তব্য করেন ন্যান্সি।

ন্যান্সি পেলোসি বর্তমানে এশিয়া সফরে রয়েছেন। তিনি বা তাঁর কার্যালয় কেউই তাইপেই সফরের বিষয়টি নিশ্চিত করেনি। তবে একাধিক মার্কিন এবং তাইওয়ানের মিডিয়া জানিয়েছে এই সফর আগে থেকেই ঠিক ছিল। চিনের সামরিক বাহিনী জানিয়েছে, ‘উচ্চ সতর্কতা’ জারি রয়েছে এবং এই সফরের প্রতিক্রিয়া হিসাবে ‘সামরিক পদক্ষেপ’ও করবে চিন।

advertisement

চিন অবিলম্বে তাইওয়ান প্রণালীতে দীর্ঘমেয়াদি গোলাগুলি সহ বুধবার থেকে দ্বীপের চারপাশের জলে ধারাবাহিক সামরিক অনুশীলনের পরিকল্পনাও ঘোষণা করেছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, “যারা আগুন নিয়ে খেলবে তারা ধ্বংস হয়ে যাবে।”

আরও পড়ুন- "ভবিষ্যত প্রজন্ম অধঃপতনের মুখে...": মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

চিন স্ব-শাসিত, গণতান্ত্রিক তাইওয়ানকে নিজের অঞ্চল হিসাবে বিবেচনা করে এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে দ্বীপটি দখল করার কথাও বলেছে। তাইওয়ানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টায় তাইপেইয়ের সঙ্গে সরকারি আদান-প্রদানকারী দেশগুলির বিরোধিতা করে চিন। গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটনকে তাইওয়ানের বিরুদ্ধে ‘আগুন নিয়ে খেলার’ বিরুদ্ধে সতর্ক করেছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ন্যান্সি পেলোসির যেখানে খুশি সেখানে যাওয়ার অধিকার রয়েছে। তাইওয়ান সফরকারি মার্কিন প্রতিনিধি পরিষদের শেষ স্পিকার ছিলেন নিউট গিংরিচ, সেটাও ১৯৯৭ সালে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
US-Taiwan Conflict: চিন আমেরিকা জটিল সংঘাত! তাইওয়ানের আকাশসীমায় ২০ টিরও বেশি চিনা ফাইটার জেটের প্রবেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল