ট্রাম্পের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর চোখ কালো রঙের আবরণে ঢাকা৷ হাতে হাতকড়া৷ কানেও শব্দনিরোধক আবরণ। সে ভাবেই নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে বন্দি মাদুরোকে।
advertisement
প্রসঙ্গত, শুক্রবার মাঝরাতে কারাকাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। একইসঙ্গে ওই অঞ্চলে অত্যন্ত নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ারও খবর পাওয়া গিয়েছে। মূলত এএফপি এবং এপি সংবাদসংস্থার থেকে এই খবর পাওয়া গিয়েছে। এরপরেই গোটা দেশে জরুরি অবস্থা জারি করেছে নিকোলাস মাদুরোর সরকার।
আরও পড়ুন: বুধের নক্ষত্রে দেবগুরুর গোচর! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, সোনায় মুড়বে কপাল, চড়বেন সাফল্যের সিঁড়ি
এই ঘটনার মাঝেই নিজের এক্স হ্যান্ডলে বিস্ফোরক একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের এক্স হ্যান্ডল ট্রুথ সোশ্যালে লেখেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় হামলা চালানো হয়েছে। এর ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে সেনা। তাঁদের দেশ থেকে বের করে আনা হয়েছে।
