ট্রুথ সোশালে ট্রাম্পের পোস্টে লেখা হয়, “ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে যে দেশ ব্যবসা করবে, আমেরিকার সঙ্গে তারা ব্যবসার ওপর ২৫% শুল্ক মেটাতে হবে৷ এই আদেশ চূড়ান্ত ও নির্ধারক। শীঘ্রই কার্যকর করা হবে৷ এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ৷’’
advertisement
ইরানের অস্থির পরিস্থিতির মাঝেই মঙ্গলবার এই ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প৷ বর্তমানে বিক্ষোভ চলছে ইরানে৷ সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বাধীন বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে সে দেশের জনগণ৷
গতকাল, সোমবার ট্রাম্প ঘোষণা করেছিলেন, আমেরিকার ধারাবাহিক চাপের পর ইরানের নেতারা আলোচনার জন্য যোগাযোগ করেছেন। তিনি জানান, নেতাদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। খামেনি সরকার সীমা ছাড়িয়েছে বলেও উল্লেখ্য করেছিলেন ট্রাম্প৷ তিনি যোগ করেন, ইরানের পরিস্থিতি ওয়াশিংটন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
অন্যদিকে সোমবার খামেনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, তারা যেন “প্রতারক কর্মকাণ্ড” এবং “বিশ্বাসঘাতক ভাড়াটে লোকদের” ওপর নির্ভর করা বন্ধ করে। এই মন্তব্য আসে এমন সময়, যখন হোয়াইট হাউস জানিয়েছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলার বিষয়টি বিবেচনা করছেন।
