TRENDING:

Ukraine War Crisis: যুদ্ধের মাঝে ভয়ঙ্কর মৃত্যুভয়! ছোট্ট মেয়ের পিঠে নাম, ঠিকানা লিখে রাখল মা

Last Updated:

Russia-Ukraine War: এমন এক ছবি, যা বিশ্বের যে কোনও মায়ের চোখে জল এনে দেবে। যুদ্ধের ভয়াবহতা ঠিক কতটা, দেখছে গোটা দুনিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: যুদ্ধের মাঝে ভয়ঙ্কর মৃত্যুভয়। আর তাই নিজের ছোট্ট মেয়ের পিছে নাম, ঠিকানা লিখে রেখেছিলেন এক মা।
advertisement

ইউক্রেনের অনেক পরিবার এখন ভয়ঙ্কর মৃত্যুভয়ে রয়েছে। রাশিয়ান সেনাবাহিনীর ক্রমবর্ধমান আগ্রাসনের মধ্যে নিহত হওয়ার আশঙ্কা করছেন অনেকে। এখন অনেকেই সন্তানদের গায়ে পরিবারের তথ্য লিখতে শুরু করেছেন। যাতে পরিবারের কেউ বেঁচে না থাকলেও ছোট্ট সন্তানকে কেউ দেখাশোনা করে!

আরও পড়ুন- কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে কাকে বাছলেন ইমরান? আজ সব নজর সুপ্রিম কোর্টে

advertisement

মর্মান্তিক এই ঘটনার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শিশুটির ছবি অনেকে টুইট করেছেন। যুদ্ধের ট্র্যাজেডি তুলে ধরেছেন অনেকে। ইউক্রেনীয় মায়েরা তাঁদের সন্তানদের শরীরে পরিবারের পরিচিতি লিখছেন। যাতে তাঁরা নিহত হলে এবং তাদের সন্তান বেঁচে থাকলে সেই পরিচিতিগুলি বাচ্চাদের বেঁচে থাকতে সাহায্য করতে পারে।

ছোট্ট ইউক্রেনীয় মেয়ের পিঠে লেখা নাম এবং টেলিফোন নম্বর। তার মা মেয়ের পিঠে লিখে দিয়েছে। এমন ছবি দেখে অনেকে চোখের জল আটকাতে পারছেন না। কেউ কেউ বলছেন, বিশ্বের সমস্ত মায়েদের এই ছবি কাঁদিয়ে দেবে।

advertisement

মেয়েটির ছবি তার মা সাশা মাকোভি তিন দিন আগে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। পোস্টটি স্থানীয় ভাষায় করা হয়েছিল। Google অনুবাদ দেখায়, বাচ্চা মেয়েটির নাম ভেরা। তার মা মেয়ের পিঠে নাম, ঠিকানা লিখে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। যাতে পরিবারের সদস্যদের কিছু হয়ে গেলে ছোট্ট মেয়েটির জীবন কেউ বাঁচাতে পারে!

জানা গিয়েছে, সেই পরিবারের সবাই আপাতত নিরাপদে রয়েছেন।মেয়েটির ছবিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "এটি অত্যন্ত হৃদয়বিদারক ছবি। কোন শব্দ নেই যা দিয়ে এই কষ্ট আমি ব্যক্ত করব।"

advertisement

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ভয়াবহ ছবি সামনে এসেছে বারবার। যুদ্ধের পর এক মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। গত সপ্তাহে দ্য গার্ডিয়ান জানিয়েছিল, রাশিয়ান সামরিক বাহিনী পালিয়ে যাওয়ার জন্য শিশুদের "মানব ঢাল" হিসাবে ব্যবহার করছে।

আরও পড়ুন- আজন্ম নেই দুটো হাত, বাকি সব কাজের সঙ্গে পায়ের অবলম্বনেই সন্তানকে বড়ও করছেন মা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রতিবেদনে বলা হয়েছিল, শিশুদের দিয়ে ভর্তি করা বাসগুলো নোভি বাইকিয়েভ গ্রামে ট্যাঙ্কের সামনে দাঁড় করানো হয়েছিল। এই গ্রাম চেরনিহিভ থেকে খুব দূরে নয়।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Ukraine War Crisis: যুদ্ধের মাঝে ভয়ঙ্কর মৃত্যুভয়! ছোট্ট মেয়ের পিঠে নাম, ঠিকানা লিখে রাখল মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল