পাশা না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তাঁর শেষ পোস্টটি এখন ভাইরাল। চৌঠা মার্চ সেনার পোশাকে এক সহকর্মীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, 'রাশিয়া কীভাবে বিরামহীন বোমাবর্ষণ করছে, গত ৪৮ ঘণ্টা ধরে বসে বসে সেই ছবি তুলছি। তারপরেও আমাদের মুখে হাসি, কারণ আমরা সব সামলে নেব।' পাশার পোস্টে ইতিমধ্যেই ৩২ হাজারেও বেশি লাইক পড়েছে। কমেন্টের সংখ্যা ৫ হাজারেরও বেশি।
advertisement
আরও পড়ুন: কপিল শর্মা শো-তে ফিরছেন সিধু? অর্চনার মন্তব্যে জোর জল্পনা
আরও পড়ুন: কেউ শাড়ির সাজে মোহময়ী, কেউ নজর কাড়ছেন ছকভাঙা সাজে! বলিউডের অনন্য সুন্দরীরা...
২৪ ফেব্রুয়ারি ভোরে প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ডাক দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের অন্যতম দেশের হামলার মুখে অবশ্য দেশ ছেড়ে পালালনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উল্টে রুশ সেনার মোকাবিলায় দেশের আম নাগরিকদের হাতে অস্ত্র তোলার আর্জি জানিয়েছেন। প্রেসিডেন্টের ডাকে সাড়া দিয়েই যুদ্ধক্ষেত্রে ছুটে গিয়েছিলেন পাশা। যোগ দিয়েছিলেন ইউক্রেনের টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে। শেষপর্যন্ত দেশের বিরুদ্ধে লড়তে লড়তেই প্রাণ হারালেন পাশা।
ডাবিং আর্টিস্ট হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন পাশা। দ্য লায়ন কিং, দ্য হবিট-এর মতো ছবিতে গলা দিয়েছিলেন। পাশার মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে ওডেসা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। দেশের প্রকৃত একজন 'হিরো'কে হারিয়ে শোকাহত ইউক্রেনের শিল্প ও চলচ্চিত্র জগৎও।