প্যাশন ও ফ্যাশনে বলিউড নায়িকাদের টেক্কা দেওয়া দুষ্কর। এ সপ্তাহে কোন কোন নায়িকারা নজর কাড়লেন তাঁদের ফ্যাশনে (Best Dressed Celebrities)? তালিকায় রয়েছেন কারা? দেখুন... (Best Dressed Celebrities) বক্ষবিভাজিকা উন্মুক্ত সবুজ লং ড্রেসে নজরকাড়া সামান্থা রুথ প্রভু। (Best Dressed Celebrities) স্ট্রাইপ শাড়িতে অনন্যা বিদ্যা বালন। হলুদ প্লিটেড ড্রেসে কৃতির সাজ। ডেনিম ও ক্রপ টপে সেজেছেন অনন্যা পান্ডে। প্যাস্টেল শেডের শাড়িতে মোহময়ী জ্যাকলিন ফার্নান্ডেজ। বেগুনি জাম্পস্যুট পরেছেন পূজা হেগড়ে। স্পোর্টসওয়্যারে জাহ্নবী কাপুর। কালো প্যান্টস্যুটে কঙ্কনা সেন শর্মা। সাদা সালোয়ার কামিজে মালাইকা অরোরা। ম্যাক্সি ড্রেস পরেছেন শ্রদ্ধা কাপুর। ইন্দো-ওয়েস্টার্ন ড্রেস পরেছেন নেহা ধুপিয়া। বড় সাইজের শার্ট ও বাইকার শর্টস পরেছেন মীরা কাপুর।