কয়েক সপ্তাহ আগেই একটি পার্টির আয়োজন করেছিলেন লিন্ডা। সেখানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্গীন। তার পরও প্রাণ ভরে তিনি নাচেন পার্টিতে। জানান, জীবনের অন্যতম সেরা ছিল সে রাত্রি। বন্ধুদের সঙ্গে পার্টিতে আনন্দে মেতে ওঠেন। তাঁর মতে, যে কোনও অন্ত্যেষ্টি খুব শোকের ঘটনা। পরিবর্তে তিনি চান উদযাপন।
আরও পড়ুন : ছেলে ও ৬ মাসের নাতনি রইল পড়ে, পুত্রবধূকে নিয়ে বাড়ি থেকে পালালেন শ্বশুর
ছোট থেকেই যুদ্ধবিমানের ওঠানামা দেখতে দেখতে বড় হয়েছেন বায়ুসেনা কর্মীদের কন্যা লিন্ডা। তাঁর বাবা মা দুজনেই ছিলেন ব্রিটিশ রয়্যাল ফোর্সে। শরীরে ক্যানসারের অস্তিত্ব জানার পরই তিনি ইচ্ছেপূরণের তালিকা তৈরি করেন। প্রথম ইচ্ছেই ছিল স্পিটফায়ার ওড়ানো। সেই ইচ্ছে পূরণ হয়েছে তাঁর। স্পিটফায়ারের চালকের আসনে বসে তিনি রোমাঞ্চিত, জানান লিন্ডা। বিগত শতকের চারের দশকের রেট্রো থিমে পার্টি করার ইচ্ছেও পূর্ণ হয়েছে গত অক্টোবরে। পার্টিতে অতিথির সংখ্যা ছিল ১২৪ জনের বেশি। রেট্রো থিমের পার্টি সফলভাবে উদযাপন করার জন্য তিনি ধন্যবাদ জানান তাঁর বন্ধুদের।