TRENDING:

Man reports wife to police : অশক্ত বৃদ্ধার ৭ লাখ টাকা চুরি! ঘুমের ঘোরে স্ত্রীর স্বীকারোক্তি শুনে পুলিশের দ্বারস্থ স্বামী

Last Updated:

এই ঘটনা ইংল্যান্ডের (United Kingdom)৷ অভিযুক্ত মধ্যবয়সিনীর নাম রুথ ফোর্ড৷ তিনি পেশায় কেয়ার ওয়ার্কার বা সেবিকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন : ঘুমের মধ্যে কথা বলে চুরি করার কথা স্বীকার করেছিলেন স্ত্রী৷ তাঁর অজ্ঞাতসার স্বীকারোক্তি শুনে পুলিশের দ্বারস্থ হলেন স্বামী৷ এই ঘটনা ইংল্যান্ডের (United Kingdom)৷ অভিযুক্ত মধ্যবয়সিনীর নাম রুথ ফোর্ড৷ তিনি পেশায় কেয়ার ওয়ার্কার বা সেবিকা৷
advertisement

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রুথ ৭ হাজার ২০০ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ ২৯ হাজার ৭৬৬ টাকা চুরি করেন এক হুইলচেয়ার আসীন বৃদ্ধার কাছ থেকে৷ ওই বৃদ্ধার সেবিকা হিসেবে কাজ করতেন রুথ৷

বিশাল অঙ্কের এই অর্থ চুরির পর রুথের জীবনযাত্রায় বড়সড় পরিবর্তন আসে৷ সম্প্রতি তিনি মেক্সিকোতে ছুটি কাটাতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করেন৷ রুথের প্রতি তাঁর স্বামী অ্যান্থনির সন্দেহ ক্রমেই বাড়ছিল৷ অবশেষে একদিন তাঁর সন্দেহের নিরসন হল অদ্ভুতভাবে৷ পুলিশের কাছে তিনি জানিয়েছেন, ঘুমের ঘোরে নিজের অপকর্মের কথা স্বীকার করেন রুথ৷ স্ত্রীর ঘুমজড়ানো কণ্ঠে স্বীকারোক্তি শুনতে পেয়ে তাঁর ওয়ালেট পরীক্ষা করেন অ্যান্থনি৷ তাঁর দাবি, সেখানেই দেখতে পান ওই বৃদ্ধার ডেবিট কার্ড (UK man reports wife to police)৷

advertisement

আরও পড়ুন : বাড়িতে এনেছিলেন নিরীহ বিড়ালছানা, ২ বছর পর পোষ্য মার্জার এখন দৈত্যাকৃতি

৬১ বছরের প্রৌঢ় অ্যান্থনি বলেছেন, ‘‘রুথের অতিরিক্ত ব্যয়ে আমার সন্দেহ হয়েছিল৷ প্রথমে আমার এটা নিছক প্রবণতা বলেই মনে হয়েছিল৷ কিন্তু পরে যখন ওঁর ওয়ালেটে ডেবিট কার্ড খুঁজে পেলাম, তখন সব বুঝতে পারলাম৷ আমার হৃদয় ভেঙে গিয়েছিল৷’’ তিনি আরও জানান, যদিও তিনি স্ত্রীকে অত্যন্ত ভালবাসেন, কিন্তু তিনি তাঁর এই দুষ্কর্ম এড়িয়ে যেতে পারেননি৷ তিনি কোনওদিন ভাবতেও পারেননি তাঁর স্ত্রী একজন চলৎশক্তিহীনের টাকা চুরি করবেন এবং তিনি সেটা পুলিশে রিপোর্ট করবেন৷’’

advertisement

আরও পড়ুন : নিলাম হবে বিশ্বের বৃহত্তম পলকাটা কালো হিরের, দাম উঠতে পারে ৫০০ বিলিয়ন ডলার

নিজের মৃগী রোগের কারণে কাজ থেকে বিরতি নিয়েছেন রুথ৷ ঘুমের মধ্যে তাঁর কথা শুনে অ্যান্থনি মেঝেতে পড়ে থাকা অবস্থায় রুথের ওয়ালেট খুঁজে পান৷ তার ভিতরেই ছিল ওয়ালেট৷ বৃদ্ধার অ্যাকাউন্টের পিন নাম্বার রুথের কাছেই ছিল বলে জানান অ্যান্থনি৷ রুথ ঘুম থেকে ওঠার পর অ্যান্থনি তাঁকে সব জিজ্ঞাসা করেন৷ তাঁর প্রশ্নের মুখে অপরাধ স্বীকার করেন রুথ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এই ঘটনার জেরে সেপারেটেড হয়ে গিয়েছেন অ্যান্থনি এবং রুথ৷ পুলিশের কাছে স্ত্রীর কৃতকর্ম জানিয়েছেন অ্যান্থনি৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Man reports wife to police : অশক্ত বৃদ্ধার ৭ লাখ টাকা চুরি! ঘুমের ঘোরে স্ত্রীর স্বীকারোক্তি শুনে পুলিশের দ্বারস্থ স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল