বিভিন্ন রকমের পোষ্য পালন করতে ভালবাসে মানুষ৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কুকুর অথবা বিড়াল পুষেছেন তাঁরা৷ কিন্তু রাশিয়ার বাসিন্দা য়ুলিয়া মিনিনা (Yulia Minina) যখন দু’ বছর আগে একটি নিরীহ বিড়ালছানা কিনেছিলেন, তখন দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এর আয়তন কী হতে চলেছে! (ছবি : ইনস্টাগ্রাম)