TRENDING:

রাগ গলে জল! আগে যা হয়েছে তার ব্যাখ্যা চান না, হোয়াইট হাউসে ‘বন্ধুত্বপূর্ণ’ বৈঠকে ট্রাম্প–মামদানি

Last Updated:

Trump Mamdani Friendly Relation: ডোনাল্ড ট্রাম্প ও যোহরান মামদানি ওয়াইট হাউসে প্রথম বৈঠকে অতীতের তিক্ততা ভুলে নিউ ইয়র্কের উন্নয়নে একসঙ্গে কাজের অঙ্গীকার করেন, বৈঠককে “ফলপ্রসূ” বলেন দুই নেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাসের পর মাস তীব্র বাকযুদ্ধে জড়ানো দুই প্রভাবশালী নেতা—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র যোহরান মামদানি—ওয়াইট হাউসে প্রথমবার মুখোমুখি বৈঠকে রাখলেন এক আশ্চর্যরকম নরম সুর। বহু দিনের রাজনৈতিক তিক্ততা সরিয়ে রেখে তাঁরা বৈঠককে “উৎপাদনশীল” বলে উল্লেখ করেন।
নিউ ইয়র্ক মেয়র ও ট্রাম্পের বৈঠকে নতুন সহযোগিতার বার্তা
নিউ ইয়র্ক মেয়র ও ট্রাম্পের বৈঠকে নতুন সহযোগিতার বার্তা
advertisement

নিউ ইয়র্কে ইতিহাস গড়া মামদানির জয়ে দুই পক্ষের মধ্যে তৈরি হয়েছিল কড়া চাপা উত্তেজনা। প্রকাশ্যে মাসের পর মাস একে অপরকে কটাক্ষ করে এসেছেন তাঁরা—ট্রাম্প যেখানে মামদানিকে “কমিউনিস্ট”, “লুনাটিক” বলেছিলেন, মামদানি সেখানেই তাঁকে “ফ্যাসিস্ট” ও “স্বৈরাচারী” আখ্যা দিয়েছিলেন। ফলে এই বৈঠক নিয়ে আশঙ্কা ছিল নতুন উত্তেজনার।

কিন্তু প্রত্যাশার ঠিক উল্টো ছবি দেখা গেল। হাসিমুখে বেরিয়ে এসে ট্রাম্প মামদানির প্রশংসা করেন এবং তাঁর নতুন দায়িত্বে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দেন। মামদানিও অতীতের তিক্ততা খানিকটা সরিয়ে রেখে জানান, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে এবং নিউ ইয়র্কের স্বার্থে তাঁরা একসঙ্গে কাজ করবেন।

advertisement

ট্রেনের চার্জিং পয়েন্টে কেটলি বসিয়ে ম্যাগি রাঁধছেন মহিলা! ‘হ্যাক’ নয়, আতঙ্ক! এর থেকে যা হতে পারে জানুন!

ভ্যাকসিন দেওয়ার পরে শিশুদের মন ভোলানো সেই চিকিৎসক! ‘চুমু খাওয়া ও স্পর্শের’ কৌশল নিয়ে এবার তুমুল বিতর্ক

‘ফলপ্রসূ আলোচনা’

বৈঠকের পর ট্রাম্প বলেন, “তিনি সত্যিই এক অসাধারণ প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। প্রাইমারি থেকেই কঠিন প্রতিযোগিতা ছিল। তিনি তাঁদের হারিয়েছেন, তাও সহজেই। তাঁকে অভিনন্দন জানিয়েছি। আবাসন, খাদ্যদ্রব্যের দাম, জ্বালানির মূল্য—বহু বিষয়ে আমাদের অভিন্ন অবস্থান রয়েছে।”

advertisement

তিনি আরও বলেন, “তিনি যত ভালো করবেন, আমি ততই খুশি। এখানে কোনও পার্টির ভেদাভেদ নেই। আমরা তাঁকে সহায়তা করব যাতে নিউ ইয়র্ক আরও নিরাপদ ও শক্তিশালী হয়ে ওঠে।”

মামদানি জানান, বৈঠকটি নিউ ইয়র্ক শহরকে কেন্দ্র করে—আবাসন সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, পরিষেবা খরচ—সব দিকেই তাঁদের আলোচনা হয়েছে। “নিউ ইয়র্কে বসবাস আরও সাশ্রয়ী করার প্রয়োজনীয়তা নিয়ে আমরা কথা বলেছি,” বলেন মামদানি।

advertisement

হালকা রসিকতা, নরম সুর

সংবাদ সম্মেলনে বেশ কিছু হালকা মুহূর্তও তৈরি হয়। ট্রাম্প যখন নিজের “কমিউনিস্ট” মন্তব্য নিয়ে প্রশ্নের মুখে পড়েন, তিনি হাসতে হাসতে বলেন, মামদানির “কিছু ভাবনা একটু আলাদা ধরনের”, কিন্তু “সবাই বদলায়, আমিও বদলেছি।”

মামদানি যখন নিজের “ফ্যাসিস্ট” মন্তব্য সম্পর্কে জবাব দিতে যাচ্ছিলেন, ট্রাম্প তাঁর হাত ছুঁয়ে বলেন, “ঠিক আছে, ‘হ্যাঁ’ বললে চলে যাবে। ব্যাখ্যা করতে হবে না।” মুহূর্তটি ওভাল অফিসে হাসির তরঙ্গ তোলে।

অ্যাফোর্ডেবিলিটি—দুই নেতার অভিন্ন ইস্যু

নিউ ইয়র্ক শহরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল। মামদানি বলেন, ট্রাম্পকে ভোট দেওয়া বহু নিউ ইয়র্কার একই সমস্যায় ভুগছেন—ভাড়া, বাজারদর, বিদ্যুৎ বিল—সব ক্ষেত্রেই চাপ বাড়ছে। ট্রাম্পও একমত হয়ে বলেন, “নতুন শব্দ হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। আরেকটা পুরনো কিন্তু খুব সঠিক শব্দ—‘মুদিখানা’। দাম কমছে।”

মামদানির প্রতি ট্রাম্পের প্রশংসা

ট্রাম্প একাধিকবার জানান, মামদানির সঙ্গে তাঁর মতপার্থক্য থাকলেও আবাসন, অপরাধ দমন, শহর পুনর্গঠন—অনেক বিষয়ে তাঁদের ভাবনা মিলছে। এমনকি তিনি বলেন, মামদানির মেয়রত্বে নিউ ইয়র্কে থাকতেও তাঁর আপত্তি নেই।

নির্বাচনের পরে নিউ ইয়র্কের ফেডারেল ফান্ড কেটে দেওয়ার হুমকি থেকেও পিছিয়ে আসেন ট্রাম্প। তাঁর কথায়, “তাকে সাহায্য করাই আমার লক্ষ্য। ভেবেছিলাম আমাদের মধ্যে বেশি অমিল থাকবে, কিন্তু তা নয়।”

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিপুর বড়বাজারে ভয়াবহ আগুন! গভীর রাতে পুড়ে ছারখার একাধিক দোকান, এলাকায় চরম আতঙ্ক
আরও দেখুন

বৈঠক শেষে দুই নেতা করমর্দন করেন। ট্রাম্প বলেন, ভবিষ্যতেও আরও বৈঠকের আশা করছেন। “পার্টি পরিচয় বা অন্য কিছু নিয়ে আমার মাথাব্যথা নেই। শহরটা দুর্দান্ত হলে আমিও খুশি হব, আর তিনি যদি অসাধারণ সাফল্য পান, তাহলে আরও ভালো।”

বাংলা খবর/ খবর/বিদেশ/
রাগ গলে জল! আগে যা হয়েছে তার ব্যাখ্যা চান না, হোয়াইট হাউসে ‘বন্ধুত্বপূর্ণ’ বৈঠকে ট্রাম্প–মামদানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল