প্রায় ১২৮ ঘণ্টা বহুতলের ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার পরও প্রাণের স্পন্দন মিলেছে ২ মাসের এক শিশুর দেহে। সেই উদ্ধারের ঘটনা দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য ভুক্তভোগীরা চোখের জল ধরে রাখতে পারেননি। চিৎকারে, হাততালিতে ফেটে পড়েছেন অনেকে। ভূমিকম্পের পর থেকে ওই ধ্বংসস্তূপের নীচে প্রায় ১২৮ ঘণ্টা ধরে পড়েছিল ওই শিশুটি। অবশেষে শনিবার তাকে উদ্ধার করা হয় এবং সে বেঁচে রয়েছে।
advertisement
আরও পড়ুন: রাজ্যপালের এক বিবৃতিতেই আশায় ফিরল বিজেপি! শুভেন্দুর দাবি, 'উনি ট্র্যাকে ফিরছেন'
সোমবার ভোররাতে বিধ্বংসী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ প্রদেশ। কম্পনের কেন্দ্র ছিল দক্ষিণ পূর্ব তুরস্কের কাহরামানমারাস প্রদেশের পাজারকিক জেলায়। প্রথম কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.৮। তার পরেই আফটার শকে ৭.৭ মাত্রায় কেঁপে ওঠে তুরস্ক। তুরস্কের ডিজাস্ট্যার ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে ৬ হাজারের বেশি বহুতল গুঁড়িয়ে গিয়েছে। আশঙ্কা, মত্যু হয়েছে ৫০ হাজার মানুষের। হিমশীতল আবহাওয়ায় বিঘ্নিত হচ্ছে উদ্ধারপর্ব। বিপর্যস্ত তুরস্কের পাশে প্রথম থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত।
আরও পড়ুন: গ্রুপ ডি-তে সদ্য চাকরি-হারা ১৯১১ জন, ওয়েটিং লিস্টের ১৪৪৪ জনের তালিকা প্রকাশ করল কমিশন
তুরস্কের ভূমিকম্পের পরে সে দেশে NDRF কর্মীদের বেশ কয়েকটি দল পাঠিয়েছে ভারত। আর এই দলের সঙ্গী হয়েছে ৬টি কুকুর। নাম--রোমিও, জুলি, rambo, হানি, বব এবং রক্সি। তুরস্কের উপদ্রুত এলাকায় জীবিতদের খোঁজে উদ্ধারকারী দলের সঙ্গেই অক্লান্ত পরিশ্রম করে করে চলেছে এই সারমেয় বাহিনী।