একবার সন্তানের জন্মের পর আবার সম্পর্ক করাকে তাঁরা উপযুক্ত মনে করেন না। আয়ারল্যান্ডের 'ইনিস বেগ' দ্বীপের উপজাতিদের মধ্যে এই প্রবণতা রয়েছে। এখানে বসবাসকারী মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে আয়ারল্যান্ডের মূলধারা থেকে নিজেদের বিচ্ছিন্ন করে রেখেছেন। তাঁদের ভাষা শুধুমাত্র আইরিশ। তাঁদের জীবিকা প্রধানত কৃষি, পশুপালন এবং সমুদ্রে মাছ ধরা। বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, এই উপজাতির লোকেরা তাঁদের ঐতিহ্য সম্পর্কে খুব রক্ষণশীল। এ কারণে ইনিস বেগের দ্বীপে বসবাসকারী মানুষ শারীরিক সম্পর্ককে 'খারাপ' মনে করেন।
advertisement
বিবাহিত দম্পতিরা শারীরিক সম্পর্ক করার সময়ও সম্পূর্ণ নগ্ন হন না। এখানে মানুষ শুধুমাত্র অন্তর্বাস পরে শারীরিক সম্পর্ক করে। এদের নিয়ম অনুযায়ী অন্তর্বাস অপসারণ করা সঠিক নয়। এই দ্বীপে হস্তমৈথুন, চুম্বন এবং সমকামিতা নিষিদ্ধ। বিয়ের আগে রোমান্সের কথা কার্যত পাপ এই দ্বীপে। খোলা জায়গায় প্রস্রাব ও মলত্যাগের জন্য রয়েছে কঠোর শাস্তি। সব ধরনের কার্যক্রমে শিশুদের লিঙ্গের ভিত্তিতে আলাদা রাখা হয়। অর্থাৎ এমন কিছু কাজ আছে যেগুলো শুধুমাত্র ছেলেরাই করতে পারে। মেয়েদের এটা করতে দেওয়া হয় না। আবার অনেক কাজ শুধুমাত্র মেয়েরাই করতে পারে।
এই দ্বীপের উপজাতিরা স্নান করেন না, কারণ তাঁদের নগ্ন দেখাবে সেই সময়ে। শুধু হাত, পা ও মুখ জল দিয়ে ধুয়ে নেন তাঁরা। বিয়ের পরে শুধুমাত্র সন্তান ধারণের জন্য যৌন সম্পর্কে স্থাপন করা যায়। কোন প্রকার প্রণয় নয়, সহবাসের পর স্বামী অন্য জায়গায় ঘুমাতে চলে যান। এই উপজাতির পুরুষরা বিশ্বাস করেন, বেশি শারীরিক সম্পর্ক করলে নারীরা দুর্বল হয়ে পড়বে। তাই এসব থেকে তাঁরা দূরে থাকেন।
আমেরিকান বিজ্ঞানী জন কাউয়ান কয়েক মাস এই উপজাতির সঙ্গে কাটিয়েছেন। তিনি 'ইনিস বেগ: আইল অফ আয়ারল্যান্ড' সহ অনেক বই লিখেছেন। সেখানেই এই উপজাতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। তিনি শুধুমাত্র ইনিস বেগ শব্দটি ব্যবহার করেছেন, নাহলে এই দ্বীপের নাম কেউ জানতেন না। এই উপজাতির জনসংখ্যা ছিল মাত্র ৩৫০।
আরও পড়ুন, ঠোঁট কেটে ঢোকানো হয় চাকতি! এই উপজাতিদের সম্পর্কে জানলে অবাক হবেন
আরও পড়ুন, ৭-১০ বছর বয়সি বালকদের প্রতিদিন পান করতে হয় বীর যোদ্ধাদের বীর্য, এমনই আজব যৌনরীতি
জন কাউয়ান জানান, এখানকার মানুষ খুবই রোমান্টিক। কিন্তু সাংস্কৃতিক পরিচয়ের ব্যাপারে খুবই অনড় এবং কঠোর। এঁদের রয়েছে বিশেষ ধরনের ঐতিহ্যবাহী পোশাক। নারী হোক বা পুরুষ, সবাই ছোট নৌকা চালাতে পারদর্শী।