গত শতাব্দীর মধ্যভাগে আমেরিকার নৃতত্ত্ববিদ গিলবার্ট পৌঁছে গিয়েছিলেন সাম্বিয়াদের কাছে। তিনি জানিয়েছিলেন, যৌনতা কীভাবে সাম্বিয়া উপজাতির বিভিন্ন সামাজিক প্রথার অংশ হয়ে উঠেছে। তাঁর লেখা থেকে জানতে পারা যায়, বহু হাজার বছর আগেই সমকামিতাকে স্বীকৃতি দিয়েছে সাম্বিয়ারা। সমকামী যুগলের একসঙ্গে বসবাস করাও সমাজে স্বীকৃত।