আরও পড়ুন– বাংলাদেশকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল আইসিসি, আমিনুলদের গ্রুপ বদলের প্রস্তাবও নাকচ
দক্ষিণ স্পেনের কর্ডোবা প্রদেশে বড়সড় ট্রেন দুর্ঘটনা। সূত্রের খবর, দু’টি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১০০ জন। রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন বলে জানা গিয়েছে।
advertisement
Passengers wait in the hall of Madrid train station on Sunday, January 18, 2026, following the announcement of the suspension of service due to an accident in which two trains derailed in Cordoba. ( Carlos Luján/Europa Press via AP)
আরও পড়ুন– ভাঙল স্টিরিওটাইপের ‘খাঁচা’, সিনেবাপের প্রথম ছবির ট্রেলার প্রতিশ্রুতি দিচ্ছে সত্যের জয়ের
ইউরো নিউজ সূত্রে খবর, দুটি ট্রেনের যাত্রীদের উদ্ধারের জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। কর্ডোবার অগ্নিনির্বাপণ প্রধান ফ্রান্সিসকো কারমোনার কথায়, জীবিত মানুষগুলোর কাছে পৌঁছনোই কঠিন হয়ে পড়ছে। সেক্ষেত্রে মৃতদেহ সরিয়ে রেখে এগোনোর চেষ্টাও করতে হচ্ছে। এটা একেবারে দুঃস্বপ্নের মতো। প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ তাঁর শোকবার্তায় বলেছেন, এই রাত স্পেনের কাছে ‘গভীর বেদনার রাত’। মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সারা দেশ শোকে মুহ্যমান হয়ে পড়েছে।
দুর্ঘটনার সময় ইরিও ট্রেনে প্রায় ৩০০ জন এবং রেনফে ট্রেনে ১০০ জন যাত্রী ছিলেন। দুর্গম ও নির্জন এলাকা হওয়ায় উদ্ধারকাজ শুরু করতে কিছুটা দেরি হলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল, পুলিশ এবং রেড ক্রসের কর্মীরা।
![স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা [Screengrab UGC via AFP] স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা [Screengrab UGC via AFP]](https://images.news18.com/static-bengali/uploads/2026/01/Spain-Andalusia-Train-Accident-2026-01-7e405975a367de954e1392ff082a5285.jpg?impolicy=website&width=320&height=240)