স্থানীয় প্রশাসন সূত্রে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, লো কঁস্তেলেশন বার পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য৷ সেখানেই বিস্ফোরণ হয়েছে৷ তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি৷ ঘটনার তদন্ত চলছে৷
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যাচাই না করা ছবি এবং ভিডিওতে দেখা গেছে যে একটি বারে আগুন জ্বলছে যেখানে বর্ষবরণের রাত উদযাপন করা হচ্ছিল৷ আতশবাজি থেকে বিস্ফোরণ এবং তার পর অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে৷
আরও পড়ুন : দুই বেগমের লড়াইয়ে ইতি, খালেদার মৃত্যুতে তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ?
সুইৎজারল্যান্ডের রাজধানী বার্ন শহর থেকে গাড়িতে দু’ ঘণ্টা পাড়ির দূরত্বে আল্পস পাহাড়ের কোলে ক্রঁ মঁতানা খুবই নামী ও জনপ্রিয় স্কি রিসর্ট৷ শীতের ছুটিতে এখানে পর্যটকদের ভিড় উপচে পড়ে৷ ৮৭ মাইল দীর্ঘ পথের এই শহরটি ব্রিটিশ পর্যটকদের কাছে জনপ্রিয়। জানুয়ারির শেষে, এই রিসর্টে একটি গুরুত্বপূর্ণ স্পিড স্কিইং ইভেন্ট – FIS বিশ্বকাপ – আয়োজন করার কথা রয়েছে।
