TRENDING:

গোটা বিশ্ব থেকে আলাদা হয়ে যাচ্ছে 'এই' দেশ! মাটির নিচে ভয়ঙ্কর কাণ্ড, আতঙ্কে মানুষ

Last Updated:

Spain earthquakes: নতুন গবেষণায় দেখা গেছে, স্পেন বিশ্বের এমন একটি দেশ যেখানে গভীর ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি। বিজ্ঞানীরা এর কারণ খুঁজে পেয়েছেন। স্পেন বাকি বিশ্বের থেকে সম্পূর্ণ আলাদা ভূখণ্ড হওয়ার মুখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: একটি নতুন গবেষণায় দেখা গেছে, স্পেন বিশ্বের এমন একটি দেশ যেখানে গভীর ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি। বিজ্ঞানীরা এর কারণ খুঁজে পেয়েছেন। স্পেন বাকি বিশ্বের থেকে সম্পূর্ণ আলাদা ভূখণ্ড হওয়ার মুখে।
advertisement

পৃথিবীর পৃষ্ঠের নীচে টেকটোনিক প্লেটের একটি খুব আলাদা অংশ, যে কারণে স্পেন এবং আশেপাশের ভূখণ্ড আলাদা হয়ে গিয়েছিল। মাটির নিচে নড়াচড়ার কারণে এখানেও ভূমিকম্প হচ্ছে বারবার।

আরও পড়ুন- বিরাট কোহলির প্রথম প্রেমিকা ‘এই’ মহিলা! অনেকেই চেনেন না, অনুষ্কা তো অনেক পরে

সিসমিক ওয়েভ নিয়ে গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, যখন আফ্রিকা ও ইউরেশিয়া মহাদেশের নিচে টেকটোনিক প্লেটের সংঘর্ষ হয়, একটি অংশ স্পেনে এবং পার্শ্ববর্তী অংশ ভূমধ্যসাগরে সম্পূর্ণ উল্টে যায়। এই ঘটনা লক্ষ লক্ষ বছর আগে ঘটেছে।

advertisement

বিজ্ঞানীরা বলছেন, ১৯৫৪ সাল থেকে স্পেনের গ্রানাডা শহরের ৬০০ কিলোমিটার নীচে পাঁচটি গভীর ভূমিকম্প হয়েছে। এই গভীরতার ভূমিকম্পগুলি সাধারণত একটি বড় ভূমিকম্পের আফটারশক হিসাবে ঘটে।

স্পেনে ২০১০ সালের ভূমিকম্পের একটি গবেষণায় দেখা গেছে, সেখানে কোনও আফটারশক হয়নি। অর্থাৎ সারা বিশ্বের ভূমিকম্পের তুলনায় এখানে এই ভূমিকম্পগুলো ভিন্নভাবে ঘটে চলেছে।

আরও পড়ুন- কাঁদলেন সৌরভ! স্বামীহারা ‘একা’ মহিলার জন্য দাদার চোখে জল! মন খারাপের মুহূর্ত

advertisement

যখন টেকটোনিক প্লেটগুলো পৃথিবীর পৃষ্ঠের নিচে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন একটি প্লেট অন্য প্লেটের উপরে উঠতে শুরু করে। এই প্রক্রিয়াটিকে বলা হয় সাবডাকশন। অন্যদিকে, নীচের প্লেটটি ম্যান্টলে যায়। এমন ঘটনা ঘটেছে স্পেনের কাছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১০ গ্রেনাডা ভূমিকম্প দেখিয়েছিল, তরঙ্গগুলি অনেক গভীর থেকে আসছে। দেখা যায়, জল অনেক নীচে থাকা প্লেটের দিকে চলে যাচ্ছে। এ থেকে বিজ্ঞানীরাও এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, স্পেনের ভূভাগ খুব দ্রুত নিচের দিকে নামছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
গোটা বিশ্ব থেকে আলাদা হয়ে যাচ্ছে 'এই' দেশ! মাটির নিচে ভয়ঙ্কর কাণ্ড, আতঙ্কে মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল