বিরাট কোহলির প্রথম প্রেমিকা 'এই' মহিলা! অনেকেই চেনেন না, অনুষ্কা তো অনেক পরে

Last Updated:
Virat Kohli First Love: এখন তিনি ভামিকা ও অকায়ের বাবা। স্ত্রী অনুষ্কা ও দুই ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার তাঁর। তবে বিরাট কোহলির প্রেমজীবন কিন্তু একটা সময় ছিল বৈচিত্রে ভরা। একের পর এক বান্ধবী ছিল তাঁর একটা সময়।
1/8
এখন তিনি ভামিকা ও অকায়ের বাবা। স্ত্রী অনুষ্কা ও দুই ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার তাঁর। তবে বিরাট কোহলির প্রেমজীবন কিন্তু একটা সময় ছিল বৈচিত্রে ভরা।
এখন তিনি ভামিকা ও অকায়ের বাবা। স্ত্রী অনুষ্কা ও দুই ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার তাঁর। তবে বিরাট কোহলির প্রেমজীবন কিন্তু একটা সময় ছিল বৈচিত্রে ভরা।
advertisement
2/8
২০০৭ সালের মিস ইন্ডিয়া সারা জেন ডায়াসের সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের গুঞ্জন ছড়ায়। মনে করা হয়, তিনিই কোহলির প্রথম প্রেম। তবে সে সম্পর্ক টেকেনি। দুডনেই এত ব্যস্ত ছিলেন যে কেউ কাউকে সময় দিতে পারছিলেন না।
২০০৭ সালের মিস ইন্ডিয়া সারা জেন ডায়াসের সঙ্গে বিরাট কোহলির সম্পর্কের গুঞ্জন ছড়ায়। মনে করা হয়, তিনিই কোহলির প্রথম প্রেম। তবে সে সম্পর্ক টেকেনি। দুডনেই এত ব্যস্ত ছিলেন যে কেউ কাউকে সময় দিতে পারছিলেন না।
advertisement
3/8
এর পর শোনা যায়, বিরাট কোহলি জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে ডেট করছেন। তামান্না আবার বিরাট কোহলির প্রশংসা করে বলেন- আমরা যে সব অভিনেতাদের সঙ্গে কাজ করি তাদের থেকে ও ভাল।
এর পর শোনা যায়, বিরাট কোহলি জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে ডেট করছেন। তামান্না আবার বিরাট কোহলির প্রশংসা করে বলেন- আমরা যে সব অভিনেতাদের সঙ্গে কাজ করি তাদের থেকে ও ভাল।
advertisement
4/8
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে কোহলি যোগ দেওয়ার পর তাঁর সঙ্গে নাম জড়ায় মডেল সঞ্জনা গলরানির। শোনা যায়, পার্টিতে আলাপ হয় তাঁদের। তার পর প্রেম!
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে কোহলি যোগ দেওয়ার পর তাঁর সঙ্গে নাম জড়ায় মডেল সঞ্জনা গলরানির। শোনা যায়, পার্টিতে আলাপ হয় তাঁদের। তার পর প্রেম!
advertisement
5/8
ব্রাজিলের অভিনেত্রী ইজ়াবেল লেইটের সঙ্গেও বিরাটের সম্পর্কের গুঞ্জন ছিল। তাঁদের একই ফ্রেমে দেখাও গিয়েছিল।
ব্রাজিলের অভিনেত্রী ইজ়াবেল লেইটের সঙ্গেও বিরাটের সম্পর্কের গুঞ্জন ছিল। তাঁদের একই ফ্রেমে দেখাও গিয়েছিল।
advertisement
6/8
তামিল অভিনেত্রী সাক্ষী আগরওয়ালেরও সঙ্গেও কোহলির সম্পর্কের গুঞ্জন ছিল। তবে সেই সম্পর্ক ছিল খুবই কম দিনের।
তামিল অভিনেত্রী সাক্ষী আগরওয়ালেরও সঙ্গেও কোহলির সম্পর্কের গুঞ্জন ছিল। তবে সেই সম্পর্ক ছিল খুবই কম দিনের।
advertisement
7/8
এর পর ২০১৭ সালে অনুষ্কা শর্মাকে বিয়ে করেন বিরাট। তার আগে একটি বিজ্ঞাপনে দুজনের আলাপ হয়েছিল।
এর পর ২০১৭ সালে অনুষ্কা শর্মাকে বিয়ে করেন বিরাট। তার আগে একটি বিজ্ঞাপনে দুজনের আলাপ হয়েছিল।
advertisement
8/8
২০২১ সালে বিরাট-অনুষ্কার ঘরে আসে মেয়ে ভামিকা। ২০২৪ সালে ছেলে অকায়ের জন্ম দেন অনুষ্কা।
২০২১ সালে বিরাট-অনুষ্কার ঘরে আসে মেয়ে ভামিকা। ২০২৪ সালে ছেলে অকায়ের জন্ম দেন অনুষ্কা।
advertisement
advertisement
advertisement