TRENDING:

Shinzo Abe Death Moment Video: গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী... দেখুন সেই চরম মুহূর্তের ভিডিও

Last Updated:

Shinzo Abe Death Moment Video: জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী আবে সকাল সাড়ে ১১টার দিকে নারাতে গুলিবিদ্ধ হন। এই ঘটনায় একজন বন্দুকধারীকে আততায়ী বলে শনাক্ত করা গিয়েছে।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যু
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যু
advertisement

জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী আবে সকাল সাড়ে ১১টার দিকে নারাতে গুলিবিদ্ধ হন। এই ঘটনায় একজন বন্দুকধারীকে আততায়ী বলে শনাক্ত করা গিয়েছে (Shinzo Abe Death)।"

আরও পড়ুন : চাঞ্চল্যকর ঘটনা! জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! দেখুন

advertisement

ঘটনাস্থল থেকে দেখা যায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা সরবরাহকারী দল তাঁকে উদ্ধারের চেষ্টা চালায় সেই মুহূর্তে। একটি ফটোগ্রাফে দেখা গিয়েছে অ্যাবে রাস্তার উপর মুখ উপুড় করে শুয়ে আছেন একটি রেললাইনের কাছে, তার সাদা শার্টে রক্তে মাখামাখি। লোকজন তার চারপাশে ভিড় করেছিল, একজন হার্ট ম্যাসাজ করছিলেন (Shinzo Abe Death Moment Video)।

advertisement

একজন ৪১ বছর বয়সি ব্যক্তিকে, আবেকে পিছন থেকে গুলি করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পরেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় । তার কাছ থেকে একটি বন্দুকও বাজেয়াপ্ত করা হয়েছিল (Shinzo Abe Death)।

advertisement

আরও পড়ুন : এ যেন 'পঞ্চায়েত থ্রি'! বয়সকে তুড়ি মেরে বোর্ড পরীক্ষায় ৫৮-র বিধায়ক! পেলেন দুর্দান্ত নম্বর!

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

ঘটনাস্থলে উপস্থিত এক মহিলা প্রত্যক্ষদর্শীর কথায়, আততায়ী আবেরকে পিছন থেকে এসে গুলি চালায়। মহিলা এএফপিকে জানান, প্রথম শটটি খেলনা বন্ধুকের গুলির মতো শোনাচ্ছিল। "তিনি পড়ে যাননি তখনও এরপরেই একটি বড় বিস্ফোরণ হয়। দ্বিতীয় শটটি আরও দৃশ্যমান ছিল, স্পার্ক এবং ধোঁয়াও দেখতে পেয়েছি"! মহিলা জানান, "দ্বিতীয় গুলি করার পরে, উপস্থিত মানুষ শিনজোকে ঘিরে ধরে এবং তাঁকে ওই অবস্থাতেই কার্ডিয়াক ম্যাসেজ দেয়"। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। কিন্তু শেষ পর্যন্ত শিনজো আবার প্রাণরক্ষা করতে ব্যর্থ হয় যাবতীয় প্রচেষ্টা।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Shinzo Abe Death Moment Video: গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী... দেখুন সেই চরম মুহূর্তের ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল