TRENDING:

Sheikh Hasina Resignation: 'আমাকে গুলি করে মেরে ফেলো', রেগে গিয়ে বলে ওঠেন হাসিনা! ৫ অগাস্ট সকালে কী হয়েছিল গণভবনে?

Last Updated:

৪ অগাস্ট দফায় দফায় নিজের দল আওয়ামি লিগের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রিসভার সদস্য এবং পুলিশ এবং বাংলাদেশের স্থল, নৌসেনা ও বায়ুসেনার প্রধানদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন শেখ হাসিনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: গত বছর ৫ অগাস্ট বাংলাদেশের শাসনক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ যদিও শেষ মুহূর্ত পর্যন্ত পদত্যাগে রাজি ছিলেন না বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী৷ বাংলাদেশের সামরিক এবং পুলিশ কর্তারা বার বার তাঁকে পদত্যাগে চাপ দিতে থাকায় এক সময় শেখ হাসিনা বলে ফেলেন, ‘তোমরা আমাকে গুলি করে মেরে গণভবনেই কবর দিয়ে দিও!’
শেখ হাসিনা৷
শেখ হাসিনা৷
advertisement

গত বছর ৪ এবং ৫ অগাস্ট গণভবনে কী ঘটেছিল, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শুনানি চলাকালীন তার বিবরণ দিয়েছেন প্রধান সরকারি কৌঁসুলি মহম্মদ তাজুল ইসলাম৷

সেই বিবরণেই বলা হয়েছে, ৪ অগাস্ট দফায় দফায় নিজের দল আওয়ামি লিগের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রিসভার সদস্য এবং পুলিশ এবং বাংলাদেশের স্থল, নৌসেনা ও বায়ুসেনার প্রধানদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন শেখ হাসিনা৷ সেই আলোচনা চলাকালীনও শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার বিষয়ে অনড় ছিলেন৷ এমন কি, সেনাবাহিনীকেও মেরুদণ্ড শক্ত করে গণবিক্ষোভ সামাল দেওয়ার পরামর্শ দেন তিনি৷ ৪ অগাস্টের সেই রাতকে চরম উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের শুনানিতে দাবি করেন প্রধান সরকারি কৌঁসুলি৷ বৈঠক চলাকালীন হাসিনার সঙ্গে সামরিক বাহিনীর কর্তা, নিজের মন্ত্রী এবং দলের নেতাদের সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় হয় শেখ হাসিনার৷

advertisement

আরও পড়ুন: শত্রুতা ভুলে ইরানে শরিফ-মুনির জুটি, ভারতের বিরুদ্ধে নালিশ! সব শুনে কী বলল তেহরান?

৪ অগাস্ট গভীর রাতেই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বলে হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন সেনাবাহিনীর প্রধান সহ সামরিক কর্তারা এবং পুলিশের তৎকালীন আইজি৷ কিন্তু তাতে উল্টে রেগে যান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী৷ পাল্টা তিনি বলেন, ‘যা হওয়ার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না৷’

advertisement

সেই সময় বাংলাদেশের তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা প্রাক্তন জেনারেল তারেক সিদ্দিকি শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলেন, ‘সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু বিক্ষোভকারীকে মেরে ফেললেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে৷’

পরের দিন সকালে ফের একবার গণভবনে পুলিশ এবং সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে ফের আলোচনায় বসেন শেখ হাসিনা৷ হাসিনা সেনা কর্তাদের বলেন, পুলিশ বিক্ষোভ দমনে ভাল কাজ করলেও সেনা কেন করতে পারছে না? এ কথা শুনে পুলিশের আইজি আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশের গোলা বারুদও ফুরিয়ে আসছে৷ তার উপর একটানা বিক্ষোভ সামাল দিতে গিয়ে পুলিশ বাহিনীও ক্লান্ত হয়ে পড়েছে৷ ফলে আর খুব বেশিক্ষণ পুলিশ বাহিনীও বিক্ষোভকারীদের ঠেকিয়ে রাখতে পারবে না৷ সেনা কর্তারাও হাসিনাকে তখন ক্ষমতা ছেড়ে দেওয়ারই পরামর্শ দেন৷ এ কথা শুনেই ক্ষুব্ধ হাসিনা বলে ওঠেন, ‘তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দিয়ে দেও৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর কিছুক্ষণের মধ্যেই অবশ্য দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হন হাসিনা৷ তার কিছুক্ষণের মধ্যেই গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার জনতা৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Sheikh Hasina Resignation: 'আমাকে গুলি করে মেরে ফেলো', রেগে গিয়ে বলে ওঠেন হাসিনা! ৫ অগাস্ট সকালে কী হয়েছিল গণভবনে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল