TRENDING:

China Bridge Collapse: এক বছরও টিকল না, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চিনের নতুন সেতু! তিব্বতে যাওয়ার পথ বন্ধ, দেখুন ভিডিও

Last Updated:

সোমবার রুটিন পরীক্ষার সময়ই হংকি নদীর ডানদিকে সেতুর নীচের অংশ মাটিতে ফাটল ধরা পড়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাত্র কয়েক মাস আগেই চালু হয়েছিল৷ মঙ্গলবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চিনের সিচুয়ান প্রদেশের হংকি সেতু৷ দুই পাহাড়ের মাঝখানে নদীর উপরে এই ৭৫৮ মিটার দীর্ঘ এই ঝুলন্ত সেতু চিনের ইঞ্জিনিয়ারিং দক্ষতার নির্দশন হিসেবেই গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছিল৷ মঙ্গলবার সেই সেতুর একাংশই ভেঙে পড়ে৷
চিনে ভেঙে পড়ল নতুন সেতু৷ ছবি-এক্স
চিনে ভেঙে পড়ল নতুন সেতু৷ ছবি-এক্স
advertisement

তবে সেতুটি যে ভেঙে পড়তে পারে, সোমবারই তা আশঙ্কা করা হয়েছিল৷ কারণ সেতুর একদিকে কংক্রিটের নির্মাণের নীচ থেকে পাহাড়ের মাটি সরে যেতে শুরু করেছিল৷ আলগা হয়ে গিয়েছিল সেতুর ভিত৷ সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ সেই কারণে সেতু ভেঙে পড়লেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷ সেতু ভেঙে পড়ার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, ধুলোর ঘন আস্তরণের মধ্যেই কয়েকশো ফুট নীচে নদীর মধ্যে ভেঙে পড়ছে সেতুর একাংশ৷

advertisement

চিনের জাতীয় হাইওয়ে নির্মাণ প্রকল্পের অংশ হিসেবেই তিব্বতের সঙ্গে সড়কপথে যোগাযোগের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছিল৷ প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে, ভৌগলিক অবস্থানের কারণেই মাটি দুর্বল হয়ে গিয়ে সেতুটি ভেঙে পড়েছে৷ তবে নির্মাণগত অথবা নকশায় কোনও ত্রুটির কারণে সেতুটি ভেঙে পড়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে৷

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার রুটিন পরীক্ষার সময়ই হংকি নদীর ডানদিকে সেতুর নীচের অংশ মাটিতে ফাটল ধরা পড়ে৷ ততক্ষণাৎ জরুরি ভিত্তিতে সেতু বন্ধ করে দেওয়া হয়৷ আশেপাশের এলাকার বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়৷ আশঙ্কাকে সত্যি করে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল তিনটে নাগাদ সেতুটি ভেঙে পড়ে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

প্রায় ৬২৫ মিটার গভীর খাদ এবং নদীর উপরে এ বছরের শুরুতে এই ঝুলন্ত সেতুর নির্মাণ কাজ শেষ হয়৷ সেপ্টেম্বর মাসে সেতুটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছিল৷ সিচুয়ান প্রদেশের সঙ্গে তিব্বতে যাতায়াতের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়৷ ফের কবে এই সেতু নতুন করে তৈরি করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
China Bridge Collapse: এক বছরও টিকল না, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চিনের নতুন সেতু! তিব্বতে যাওয়ার পথ বন্ধ, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল