গল্ফ নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জেবেল শাম এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে গত ২ জানুয়ারি৷ ওমান এয়ার-এর প্রাক্তন ম্যানেজার শারদা একটি পর্যটক-দলের অংশ ছিলেন৷ জেবেল শামের দুর্গম ওয়াদি ঘুল পার্বত্য অঞ্চলে তিনি ট্রেক করছিলেন৷ তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট করে জানা যায়নি৷ তবে এই পাহাড়ি অঞ্চলের খাড়াই ঢাল পর্যটক ও ট্রেকারদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়৷
advertisement
শারদার নিথর দেহ ওমান থেকে কেরলে উড়িয়ে আনা হচ্ছে৷ আগামী ৭ জানুয়ারি কেরলের থাঝাভা এলাকায় পারিবারিক বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ গত ১১ ডিসেম্বর প্রয়াত হয়েছেন শারদা ও চিত্রার বাবা৷ তাঁর অন্ত্যেষ্টিতে যোগ দিতে ভারতে এসেছিলেন শারদা৷ তার পর ভারত থেকে ২৪ ডিসেম্বর তিনি ওমানে যান৷
দিদির মৃত্যুতে শোকস্তব্ধ চিত্রা সোশ্যাল মিডিয়ায় আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন৷ তাঁর কথায় ‘তুমি খুব তাড়াতাড়ি ছুটে চলে গেলে৷ কিন্তু আমি তোমাকে ধরে ফেলব…শেষ পর্যন্ত ধরেই ফেলব…খুব তাড়াতাড়ি, আমি কথা দিলাম৷’
