TRENDING:

Controversial Advertisement: বিজ্ঞাপনে মহিলাদের দেখানো হল গরু হিসেবে! তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইল অভিযুক্ত সংস্থা

Last Updated:

ক্ষমা চাইতে বাধ্য হল দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় ডেয়ারি ফার্ম ‘সিওল মিল্ক’ (Seoul Milk)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : মহিলাদের দেখানো হল গরু হিসেবে! এর পরই তীব্র প্রতিবাদের মুখে ক্ষমা চাইতে বাধ্য হল দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় ডেয়ারি ফার্ম ‘সিওল মিল্ক’ (Seoul Milk)৷
advertisement

কী দেখানো হয়েছিল সংস্থার বিজ্ঞাপনে? দেখানো হয়েছিল এক তরুণ জঙ্গুলে পথে ঘুরছেন ছবির সন্ধানে৷ তিনি গোপনে এক দল তরুণীর ছবি ক্যামেরাবন্দি করেন৷ ধবধবে সাদা পোশাক পরে তাঁরা ঝরনা থেকে জল খাচ্ছেন এবং যোগাভ্যাস করছেন৷ আচমকাই ওই আলোকচিত্রী একটি গাছের ডালে পা দিয়ে ফেলেন৷ সেই শব্দে চমকে ওঠেন এক তরুণী৷ আশ্চর্যজনকভাবে ওই তরুণী গরুতে রূপান্তরিত হয়ে যান! এর পর দেখা যায় উন্মক্ত সবুজ প্রান্তরে সব তরুণীর জায়গায় দাঁড়িয়ে আছে একটি করে সাদাকালো গরু (women depicted as cows)!

advertisement

আরও পড়ুন : তরুণ ধনকুবেরই ডেলিভারি বয়! এই প্রথম মহাকাশে খাবার পৌঁছে দিল ফুড ডেলিভারি অ্যাপ

নারীদের পক্ষে অবমাননাকর বলে এই বিজ্ঞাপনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বহু কণ্ঠ৷ অনেকেই বলেছেন ওই আলোকচিত্রী গোপনে যে ছবি তুলছেন বলে দেখানো হয়েছে, তাতেও কার্যত গোপনীয়তা ও অধিকার ভঙ্গের মতো গর্হিত কাজই প্রদর্শিত হয়েছে৷ এই দুই কারণেই নিন্দিত হয় বিজ্ঞাপনটি৷ পরে দুঃখপ্রকাশ করে ইউটিউব থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়৷ কিন্তু তত ক্ষণে এটি ভাইরাল হয়ে পড়েছে৷

advertisement

সিওল মিল্ক যে সংস্থার অধীনস্থ, সেই সিওল ডেয়ারি কোঅপারেটিভের তরফে অনলাইনে দুঃখপ্রকাশ করে বলা হয়, ‘‘যাঁরা এই বিজ্ঞাপন দেখে অস্বস্তিতে পড়েছেন, তাঁদের সকলের কাছে আমরা ক্ষমা চাইছি৷’’ গত ২৯ নভেম্বর বিজ্ঞাপনটি প্রকাশিত হয়৷ সংস্থার তরফে আরও বলা হয়, ‘‘আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি৷ এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না হয়, তার জন্য বিশেষ খেয়াল রাখব৷ আমরা মাথা নিচু করে ক্ষমা চাইছি৷’’

advertisement

আরও পড়ুন : বরাতজোড়ে কোটিপতি! বরফের মধ্যে রত্ন ভাণ্ডার খুঁজে পেলেন পর্বতারোহী

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে এই সংস্থার বিজ্ঞাপন ঘিরে নেতিবাচক মন্তব্য এই প্রথম নয়৷ সংবাদমাধ্যমে প্রকাশ, এর আগে ২০০৩ সালে তারা সংস্থাটি বাজারে এনেছিল টকদই৷ পণ্যের প্রচারে একটি ইভেন্টে দেখানো হয়েছিল নগ্ন মডেলরা একে অন্যের গায়ে টকদই ছিটিয়ে দিচ্ছেন!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Controversial Advertisement: বিজ্ঞাপনে মহিলাদের দেখানো হল গরু হিসেবে! তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইল অভিযুক্ত সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল