অভিযুক্ত চিকিৎসকের নাম অমল বোস। তাকে বর্ণনা করা হয় ‘সাদা পোশাকের আড়ালে থাকা এক যৌন শিকারী’ হিসেবে। তিনি ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকপুল ভিক্টোরিয়া হাসপাতালে (Blackpool Victoria Hospital) হৃদরোগ চিকিৎসার বিভাগীয় প্রধান ছিলেন। কিন্তু ২০২৩ সালে সহকর্মীদের করা লাগাতার অভিযোগের পর তাকে বরখাস্ত করা হয়। জানা গিয়েছে, অস্ত্রোপচারের প্রস্তুতির সময় এক নার্সকে খামচে ধরেছিলেন তিনি। আরেক মহিলার দাবি ছিল, কলম খুঁজতে গিয়ে তিনি তাঁর পকেটে হাত দেন ও তাঁর বুকে হাত দিয়ে কটূক্তিও করেন।
advertisement
অভিযুক্ত অমল বোস একজন ‘অত্যন্ত দক্ষ চিকিৎসক’ ছিলেন একথা স্বীকার করেও বিচারক জানান, এতে তার অপরাধের গুরুত্ব কমে না। সেই সঙ্গে অমলের মধ্যে নিজের অপরাধ নিয়ে কোনও অনুশোচনাও দেখা যায়নি। এরপরই আদালত তাকে ৬ বছরের সাজা শোনায়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 4:20 PM IST