TRENDING:

War in Ukraine: তিন দিক ঘিরে সাঁড়াশি হামলা রাশিয়ার ! দেশবাসীর কাছে তাদের ‘রক্ত’ চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

Last Updated:

Ukraine president Volodymyr Zelensky says 'we need help' and 'we need blood': আপাতত দেশবাসীকেই রাশিয়ার হামলা মোকাবিলা করার জন্য তৈরি থাকার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কিভ: ইউক্রেনে পরিস্থিতি এখন ভয়ঙ্কর ৷ যুদ্ধ প্রায় শুরুই হয়ে গিয়েছে ৷ পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপতর হতে পারে ৷ এই অবস্থায় আমেরিকা বা ন্যাটো বাহিনীর সাহায্য ইউক্রেন আগামী দিনে কতটা পাবে, তা তো সময়েই বলবে (War in Ukraine) ৷ আপাতত দেশবাসীকেই রাশিয়ার হামলা মোকাবিলা করার জন্য তৈরি থাকার আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ৷ বললেন দেশের প্রত্যেক ‘ফিট’ মানুষই সেনায় অংশ নিতে পারেন ৷ কার্যত দেশবাসীর কাছে তাদের ‘রক্ত’ চাইলেন প্রেসিডেন্ট জেলেনস্কি (Ukraine president Volodymyr Zelensky says 'we need help' and 'we need blood') ৷
Volodymyr Zelensky (Photo-AP)
Volodymyr Zelensky (Photo-AP)
advertisement

আরও পড়ুন-সন্তান প্রসবের ২০ দিন পর স্ত্রীকে মাদক দিয়ে যৌনতায় লিপ্ত স্বামী, ধিক্কার সোশ্যাল মিডিয়ায়!

advertisement

রাশিয়াকে নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷ বললেন, কাপুরুষচিত হামলা চালিয়েছে রাশিয়া ৷ তবে ইউক্রেনও তৈরি ৷ পাশাপাশি দেশবাসীর কাছে ইউক্রেনের প্রেসিডেন্টের অনুরোধ, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যথাযত খবরই যেন তাঁরা সর্বত্র শেয়ার করেন ৷ বৃহস্পতিবার সকালের রাশিয়ার হামলায় অনেক সেনাই আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷ যদিও প্রচুর সংখ্যায় সেনা এবং বেশ কয়েকজন সাধারণ মানুষের রাশিয়ার হামলায় মৃত্যু হয়েছে, এমন খবরই ছড়িয়ে পড়েছে সর্বত্র ৷

advertisement

আরও পড়ুন-কী কাণ্ড ! বিদায়ের আগে কান্নাকাটির তালিম নিচ্ছেন কনে! ভাইরাল হল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

বৃহস্পতিবার রাশিয়া সামরিক অভিযান চালানোর পর পরই ইউক্রেনের নিরাপত্তা, অভ্যন্তরীণ, বিদেশ এবং শিক্ষামন্ত্রকের সরকারি ওয়েবসাইটগুলি একের পর এক কাজ করা বন্ধ করে দেয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, সামরিক দিক থেকে দুর্বল করে দেওয়ার পাশাপাশি সাইবার হামলা চালিয়ে ইউক্রেনকে ভিতর থেকে আঘাত করতে চাইছে রাশিয়া।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
War in Ukraine: তিন দিক ঘিরে সাঁড়াশি হামলা রাশিয়ার ! দেশবাসীর কাছে তাদের ‘রক্ত’ চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল