আরও পড়ুন- ঘৃণার বুলডোজার বন্ধ করুন: জাহাঙ্গিরপুরীতে বিজেপির অভিযান নিয়ে আক্রমণ রাহুলের
গত মাসে, রাশিয়া জানিয়েছিল যে তারা ইউক্রেনের একটি লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য প্রথমবার যুদ্ধে কিনজাল ব্যবহার করেছে। ইউক্রেনে রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
“সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য আমি সকলকে অভিনন্দন জানাই,” বুধবার টেলিভিশনে এক বক্তব্যে সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন পুতিন।
advertisement
“এই অনন্য ক্ষেপণাস্ত্রটি আমাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধের সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে, বাইরের নানান হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তাকে নিশ্চিত করবে এবং যারা আক্রমণাত্মক বক্তব্যের উত্তাপে আমাদের দেশকে ভয় পাওয়ানোর চেষ্টা করে, তাদেরও কিছু বলা কওয়ার আগে দু’বার ভাবতে বাধ্য করবে।”
আরও পড়ুন- কেন পটল তোলা মানেই মারা যাওয়া? মৃত্যুর সঙ্গে কী সম্পর্ক এই নিরীহ সবজির?
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর রাশিয়ার প্লেসেটস্ক কসমোড্রোমে পরীক্ষাটি ‘সফল’ হয়েছে। মন্ত্রকের মতে, ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের কুরা টেস্ট রেঞ্জে প্রশিক্ষণ ওয়ারহেড পৌঁছে দিয়েছে।
মন্ত্রক জানিয়েছে, “সারমাট হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র যার দীর্ঘতম রেঞ্জের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারার ক্ষমতা রয়েছে, এটি আমাদের দেশের কৌশলগত পারমাণবিক শক্তির যুদ্ধ শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।”
সারমাট সুপারহেভি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই যাতে এড়াতে পারে সেইভাবেই তৈরি করা হয়েছে। যাতে শত্রুর নজরদারি ব্যবস্থা কোনওভাবেই এই ক্ষেপণাস্ত্রের গতিবিধি বুঝতে না পারে।
পুতিন জানিয়েছেন, ২০০ টনেরও বেশি ওজনের এবং একাধিক ওয়ারহেড পরিবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি পৃথিবীর যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।