TRENDING:

Russia China India Relation: ট্রাম্প হাড়ে হাড়ে বুঝে গেছে...‘ভারত-চিনকে হুমকি দিয়ে লাভ নেই’! রাশিয়ার মন্ত্রীর মন্তব্যে স্পষ্ট নতুন সমীকরণ

Last Updated:

রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনাকে কারণ দেখিয়ে ভারতীয় দ্রব্যের উপরে ২৫ শতাংশ কর চাপিয়েছিলেন ট্রাম্প৷ দাবি করেছিল, এই ভাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে টাকা জোগাচ্ছে ভারত৷ যদিও এরপরে ধীরে ধীরে দু’দেশের মধ্যে বরফ গলছে বলে মনে করা হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মস্কো: ট্রাম্পের এবং তার ইউরোপীয় ইউনিয়নের গাটছড়ার মাঝে ধীরে ধীরে স্পষ্ট করা হচ্ছে এশীয় দেশগুলির ঐক্যের বার্তা৷ অন্তত, ট্রাম্পের ট্যারিফের প্রেক্ষাপটে সাম্প্রতিক ইতিহাসে, যেভাবে রাশিয়া, চিন, ভারত পরস্পরের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াচ্ছে তাতে বিশ্ব রাজনীতিতে অন্য অঙ্ক তৈরি হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা৷ সম্প্রতি আবারও ভারত এবং চিনের পাশে দাঁড়িয়ে উল্লেখ যোগ্য বার্তা দিলেন রাশির মন্ত্রী৷
News18
News18
advertisement

বৃহস্পতিবার রাশিয়ার টেলিভিশনের একটি অনুষ্ঠানে রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, ‘‘চিন এবং ভারত প্রাচীন সভ্যতা৷ তাদেরকে বলা, ‘নয় এটা বন্ধ করুন, তা নাহলে কর চাপাব’ এভাবে কাজ করা যায় না৷ আর বর্তমানে নয়াদিল্লি এবং ওয়াশিংটন এবং বেজিং ও ওয়াশিংটনের মধ্যে যে কথাবার্তা হচ্ছে, তাতে মনে হচ্ছে, আমেরিকাও খুব ভালভাবেই সেটা বুঝছে৷’’

advertisement

আরও পড়ুন নেপাল হ্যাংওভার! রাহুল গান্ধির Gen Z শব্দের প্রয়োগ…‘ভোট চুরি’র পরে আরেক বোমা! পাল্টা বিস্ফোরক বিজেপি-ও

আরও পড়ুন: ভোটচুরি নিয়ে ‘হাইড্রোজেন বোমা’! ‘অনলাইনে মুছে দেওয়া হচ্ছে ভোট,’ রাহুলের অভিযোগ, কমিশন বলল…

রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনাকে কারণ দেখিয়ে ভারতীয় দ্রব্যের উপরে ২৫ শতাংশ কর চাপিয়েছিলেন ট্রাম্প৷ দাবি করেছিল, এই ভাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে টাকা জোগাচ্ছে ভারত৷ যদিও এরপরে ধীরে ধীরে দু’দেশের মধ্যে বরফ গলছে বলে মনে করা হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একটানা টানাপড়েনের পরে মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রশাসন ট্যারিফ নিয়ে অবশেষে সুর নরম করেছে৷ সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে এক যৌথ সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আমি ভারতের খুব কাছের, আমি ভারতের প্রধানমন্ত্রীর খুব কাছে৷ আমি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি৷’’

বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia China India Relation: ট্রাম্প হাড়ে হাড়ে বুঝে গেছে...‘ভারত-চিনকে হুমকি দিয়ে লাভ নেই’! রাশিয়ার মন্ত্রীর মন্তব্যে স্পষ্ট নতুন সমীকরণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল