TRENDING:

Robot destroys self: টানা ৯ ঘণ্টা কাজ, অবসাদে 'আত্মহত্যা' করল রোবট! চাপের কাছে হার মানল যন্ত্রও?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুমি, দক্ষিণ কোরিয়া: কাজের চাপে কি ভেঙে পড়তে পারে রোবটরাও? শুনতে অবিশ্বাস্য লাগলেও উত্তরটা হ্যাঁ৷ কারণ এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়৷ সেখানকার গুমি সিটি কাউন্সিলে নাগরিক পরিষেবার কাজে নিযুক্ত একটি রোবট নাকি কাজের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী হয়েছে৷ এই ঘটনা সামনে আসার পর দাবি করা হচ্ছে, পৃথিবীতে এটিই প্রথম কোনও রোবটের আত্মহত্যার ঘটনা৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অজানা কারণে ওই রোবটটি ইচ্ছাকৃত ভাবে সিঁড়ির উপর থেকে নিজেকে ফেলে দেয়৷ গত ২৬ জুন এই ঘটনা ঘটে৷ গুমি সিটি কাউন্সিলের দফতরেই দোতলা এবং তিনতলার মধ্যে রোবটটির ভাঙাচোড়া অংশ উদ্ধার হয়৷

আরও পড়ুন: ভীমরুলের চাকে আগুন দিতে গিয়ে গৃহস্থের সর্বনাশ, ডাকতে হল দমকল! শিলিগুড়িতে আতঙ্ক

advertisement

ডেইলি মেলে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, রোবট সুপারভাইজার হিসেবে কর্মরত ওই রোবটটি খুবই পরিশ্রমী হিসেবে ওই অফিসে পরিচিত ছিল৷ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ডিউটি থাকত তার৷

ডেইলি মেল-এর ওই রিপোর্টে দাবি করা হয়েছে, কাজের অতিরিক্ত চাপের কারণেই আত্মঘাতী হয়েছে রোববটি৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সিঁড়ি থেকে নীচে ঝাঁপ দেওয়ার আগে রোবটটি এক জায়গায় বেশ কিছুক্ষণ চক্কর কাটতে থাকে৷ তার পরই সেটি নীচে ঝাঁপ দেয়৷ কেন এবং কী কারণে রোবটটি পড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে৷

advertisement

২০২৩ সালে এই রোবট অফিসারকে কাজে নিযুক্ত করা হয়েছিল৷ স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল সে৷ নাগরিকদের বিভিন্ন ধরনের নথি পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন রকমের তথ্য দিয়েও সাহায্য করত সে৷

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ক্যালিফোর্নিয়ার একটি সংস্থা ওই রোবটটিকে তৈরি করেছিল৷ রোবটটির ভাঙা অংশগুলি সংগ্রহের পর তথ্য বিশ্লেষণ করে ঘটনার কারণ খতিয়ে দেখছেন ওই সংস্থার বিশেষজ্ঞরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Robot destroys self: টানা ৯ ঘণ্টা কাজ, অবসাদে 'আত্মহত্যা' করল রোবট! চাপের কাছে হার মানল যন্ত্রও?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল