মাদুরোকে নিয়ে আমেরিকাকে এবার হুঁশিয়ারি নিল চিন। রবিবার, চিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিরিয়া ফ্লোরেসকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে, এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। বেইজিং, আমেরিকাকে ভেনেজুয়েলার সরকার ফেলে দেওয়া বন্ধ করতে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ করেছে।
advertisement
জোর করে ভেনেজুয়েলার সরকার ফেলার চক্রান্ত এবং মাদুরো এবং তার স্ত্রীকে নিয়ন্ত্রণ এবং তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালায় আমেরিকা। মাদুরো এবং তার স্ত্রীকে বন্দি করে আমেরিকা নিয়ে যায় ট্রাম্প প্রশাসন। এর পরে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি দেন, “যতক্ষণ না নিরাপদ, সঠিক এবং উপযোগী নেতৃত্বকে ক্ষমতা হস্তান্তর করা যায়, ততক্ষণ আমরা দেশ চালাব।”
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন বলে চিন দাবি করেছে। চিন ছাড়াও একাধিক দেশ আমেরিকার এই পদক্ষেপের বিরোধিতা করেছে। মাদুরো রবিবার নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে ছিলেন। ট্রাম্প এই পদক্ষেপের সঙ্গে এর অংশ হিসেবে বলেছেন, বড় বড় মার্কিন তেল সংস্থাগুলি আবার ভেনেজুয়েলায় ফিরে যাবে, যেখানে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার রয়েছে।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব এই ঘটনাকে, “বিপজ্জনক নজির” বলে বর্ণনা করেছেন। রাশিয়া এবং চিন দুই দেশই আমেরিকার আগ্রাসনের সমালোচনা করেছেন। চিনের বিদেশ মন্ত্রক এই নিয়ে বলেছে, “চীন যুক্তরাষ্ট্রের এই আধিপত্যবাদী আচরণের তীব্র বিরোধিতা করে, যা আন্তর্জাতিক আইন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানে শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে”।
