TRENDING:

রেকর্ড সংখ্যায় ভারতীয়দের এবার ভিসা দেবে আমেরিকা, দ্রুত সারা হবে জটিল প্রক্রিয়া

Last Updated:

Record number of Visas for Indians will be issued quickly this year for US. রেকর্ড সংখ্যায় ভারতীয়দের এবার ভিসা দেবে আমেরিকা, দ্রুত সারা হবে জটিল প্রক্রিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জো বাইডেন প্রশাসন আমেরিকার ক্ষমতায় আসার পর থেকে সব সময় জানিয়ে এসেছে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় তারা। সেটা অবশ্য প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রেখেছিলেন। আর আমেরিকার সিলিকন ভ্যালিতে বেশিরভাগ ভারতীয়দের নিয়ন্ত্রণে আছে আইটি ইন্ডাস্ট্রি। এছাড়াও বিভিন্ন সফল ব্যবসায়ী এবং ভারতীয় চাকুরীজীবী রয়েছে সে দেশে। ভবিষ্যতে আরও লোক যেতে চায় ভারত থেকে।
আমেরিকায় যাওয়ার ভিসা সহজে মিলবে ভারতীয়দের
আমেরিকায় যাওয়ার ভিসা সহজে মিলবে ভারতীয়দের
advertisement

চলতি বছরে রেকর্ড সংখ্যায় ভারতীয়দের ভিসা দেবে আমেরিকা। এমনটাই চিন্তাভাবনা করছে ভারতের মার্কিন দূতাবাস। মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার জন্য প্রতি বছর ভিসার আবেদন জানান কয়েক লক্ষ ভারতীয়। কিন্তু মার্কিন ভিসা নীতির জটিলতার জেরে আটকে রয়েছে বহু আবেদন। যার ফলে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের।

আরও পড়ুন - 'শাহিনের নখের যোগ্য নয় বুমরাহ'! বাজার গরম করে নতুন বোমা প্রাক্তন পাকিস্তানির

advertisement

ভিসা দেওয়ার ক্ষেত্রে এই সমস্যার ব্যাপারে বাইডেন প্রশাসনকে একাধিকবার জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। এই পরিস্থিতিতে বি১, বি২, এইচ ওয়ান-প্রতিটি ক্ষেত্রেই আবেদনকারীদের সমস্যা মেটানোর চেষ্টা করছে মার্কিন দূতাবাস। সাধারণত আবেদন জানানোর পর ভারতীয়দের ওয়ার্ক ভিসার জন্য ৬০ থেকে ২৮০ দিন অপেক্ষা করতে হয়।

অন্যদিকে, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সেই সময়কাল প্রায় এক বছর। যদিও এবার বি১ ও বি২ বিজনেস ও ট্যুরিস্ট ট্র্যাভেল ভিসার জন্য প্রথমবার যাঁরা আবেদন জানিয়েছেন, তাঁদের গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে মার্কিন দূতাবাস। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগগুলিতে বহু আবেদন জমা পড়েছে। সেগুলিকে আগে যাচাই করে দেখা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এবিষয়ে মুম্বইয়ের মার্কিন কনস্যুলেটের প্রধান জন ব্যালার্ড বলেন, সম্প্রতি প্রায় আড়াই লক্ষ ভারতীয়ের জন্য বি১ ও বি২ ভিসার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগে প্রথমবার আবেদন জানানো ব্যক্তিদের ইন্টারভিউর জন্য বিশ্বের বিভিন্ন দূতাবাস থেকে আধিকারিকরা এখানে এসেছেন। তাঁদের সাহায্যে এই প্রক্রিয়া অনেক কম সময়ে মেটানো যাবে। তাঁর কথায়, বি ওয়ান ও বি টু ভিসার আবেদনকারীদের আমেরিকায় যাওয়ার নির্দিষ্ট কারণ দেখাতে হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
রেকর্ড সংখ্যায় ভারতীয়দের এবার ভিসা দেবে আমেরিকা, দ্রুত সারা হবে জটিল প্রক্রিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল