'শাহিনের নখের যোগ্য নয় বুমরাহ'! বাজার গরম করে নতুন বোমা প্রাক্তন পাকিস্তানির

Last Updated:

Shaheen Afridi far superior fast bowler in comparison to Jasprit Bumrah says Razzaq. 'শাহিনের নখের যোগ্য নয় বুমরাহ! বাজার গরম করে নতুন বোমা প্রাক্তন পাকিস্তানির

শাহিন এবং বুমরাহর তুলনা টানলেন রাজ্জাক
শাহিন এবং বুমরাহর তুলনা টানলেন রাজ্জাক
#লাহোর: পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক আবার বিতর্ক তৈরি করলেন। আধুনিক সময়ের সেরা ফাস্ট বোলারদের সংক্ষিপ্ত তালিকা করলে শাহিন আফ্রিদি ও যশপ্রীত বুমরার নাম ওপরের দিকেই থাকবে। বল হাতে প্রায়ই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের কারণ হয়ে ওঠেন তাঁরা। তবে চোট দুজনকেই অনেক দিন হল মাঠের বাইরে রেখেছে।
মেলবোর্নে গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়ার পর পাকিস্তানের হয়ে আফ্রিদিকে আর খেলতে দেখা যায়নি। পিঠের চোটের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া বুমরাও ভারতের হয়ে সর্বশেষ খেলেছেন প্রায় পাঁচ মাস আগে। ফেব্রুয়ারিতে পিএসএল দিয়ে ফেরার কথা আফ্রিদির। আর পুরোপুরি সেরে উঠলে বুমরা খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন বর্ডার–গাভাস্কার ট্রফিতে।
advertisement
বয়সের ব্যবধান ৭ বছর হওয়ায় আফ্রিদি–বুমরাকে সে অর্থে সমসাময়িক ভাবা হয় না। বাঁহাতি আফ্রিদির বয়স ২২ আর ডানহাতি বুমরার ২৯। তা ছাড়া দুজন খুব একটা মুখোমুখিও হন না। তবে আবদুল রাজ্জাক দুজনের তুলনা করতে গিয়ে ‘পক্ষপাতদুষ্ট’ বিবৃতিই দিয়েছেন। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকের দায়িত্বে থাকা  এ অলরাউন্ডার স্থানীয় টিভি চ্যানেলকে বলেছেন, শাহিন আফ্রিদি যশপ্রীত বুমরার চেয়ে অনেক ভাল।
advertisement
advertisement
বুমরাহ আফ্রিদির ধারেকাছের মানেরও নয়। বুমরাকে নিয়ে রাজ্জাকের এ ধরনের মন্তব্য এটাই প্রথম নয়। ২০১৯ সালে ভারতীয় তারকাকে ‘শিশু বোলার’ সম্বোধন করে বলেছিলেন, আমি গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আকরামের মতো গ্রেটদের বল খেলে এসেছি। এখনো খেলা চালিয়ে গেলে সহজেই আধিপত্য বিস্তার করতাম এবং ওর বলে আক্রমণ করতাম।
advertisement
রাজ্জাক পাকিস্তানি হওয়ায় স্বদেশি খেলোয়াড়ের পক্ষে সাফাই গাইবেন, এটাই স্বাভাবিক। ২০১৮ সালে আন্তর্জাতিক আঙিনায় পা রাখা আফ্রিদি পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ১০৪ ম্যাচ। ২৩.৯২ গড় ও ৪.১৮ ইকোনমি রেটে নিয়েছেন ২১৯ উইকেট।
ভারতের জাতীয় দলে বুমরার অভিষেক হয়েছে আরও আগে, ২০১৬ সালে। আফ্রিদির চেয়ে ম্যাচ খেলা ও উইকেট শিকারেও এগিয়ে তিনি। তিন সংস্করণ মিলিয়ে ১৬২ ম্যাচে ৩১৯ উইকেট নিয়েছেন ‘ইয়র্কার–বিশেষজ্ঞ’ বুমরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'শাহিনের নখের যোগ্য নয় বুমরাহ'! বাজার গরম করে নতুন বোমা প্রাক্তন পাকিস্তানির
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement