তবে এরই মধ্যে ভাইরাল হয়েছে ওই অনুষ্ঠানেরই একটি ভিডিও৷ যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ওই নতুন ভিডিয়োয় দেখা যাচ্ছে, কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যেখানে বসে বৈঠক করেছিলেন, বৈঠক চলাকালীন যে চেয়ারে বসেছিলেন, যে যে জিনিস ছুঁয়েছিলেন, সবই ধরে ধরে মুছছেন এবং স্যানিটাইজ করছেন উত্তর কোরিয়ার স্টাফেরা৷
advertisement
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একজন কিম জং উনের চেয়ার, চেয়ারের হাতল পরিষ্কার করছেন৷ অন্যজন, তাঁর জলের গ্লাস,ট্রে সব সরিয়ে নিয়ে যাচ্ছেন৷ এমনকি, পাশের টেবিল পর্যন্ত পরিষ্কার করে মুছে দেওয়া হচ্ছে, যাতে কিচ্ছুটি সেখানে পড়ে না থাকে৷ প্রশ্ন উঠেছে এমনটা কেন করছে ওঁরা?
রাশিয়ার সাংবাদিক আলেকজান্ডার ইউনাসেভের দাবি, ‘‘কথাবার্তার পরে নর্থ কোরিয়ার নেতার সঙ্গে থাকা স্টাফেরা ওঁর সব চিহ্ন ওখান থেকে নষ্ট করে দিয়েছেন৷’’
বিষয়টিকে সাবধানতা বলা উচিত না ভীতি?
এই ভাবে কিম জং উনের সমস্ত চিহ্ন সরিয়ে দেওয়ার কারণ এখনও স্পষ্ট নয়৷ যদিও রাষ্ট্রনেতারা প্রায়শই নিজের জৈবিক পদচিহ্ন বা বায়োলজিক্যাল ফুটমার্ক, অর্থাৎ, ডিএনএ বা এমন কিছু যা দিয়ে ওই ব্যক্তিকে চিহ্নিত করা যায়, তা লুকনোর বিষয়ে সক্রিয় থাকেন৷
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেও এই কারণে নিজেরই দেহরক্ষীদের সাথে ভ্রমণ করেন যাঁরা তাঁর প্রস্রাব ও মল সংগ্রহ করেন৷ যা পরে মস্কোয় ফেরত পাঠানো হয়৷ যাতে বিদেশি কোনও শক্তি তাঁর স্বাস্থ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করতে না পারেন৷