৭৬ বছরের মুশারফ চিকিৎসা সংক্রান্ত কারণে দীর্ঘ সময় ধরে দুবাইতে গিয়েছেন এবং ফেরেননি ৷ ইসলামাবাদ হাইকোর্ট ৫ ডিসেম্বর একটি রেকর্ডেড বয়ান পাঠান৷ এই বয়ান শোনার পরেই ২৮ তারিখ যে রায় হওয়ার ছিল তা রদ করা হয় ৷ তবে এবার রায় দিয়ে দিল পেশওয়ারের বিশেষ আদালত ৷
মুশারফ দুবাইতে নিজের হাসপাতালের বিছানা থেকে ভিডিও বার্তা রেকর্ড করে দিয়েছিলেন ৷ রাষ্ট্রদ্রোহিতা মামলার শুনানির জন্য এই বয়ান পাঠিয়েছিলেন তিনি ৷ মুশারফ জানিয়েছিলেন, ‘জুডিশিয়াল কমিশন এখানে এসে আমার বয়ান নিতে পারেন ৷ ওরা আমার শারীরিক অবস্থা দেখতে পারে সিদ্ধান্ত নিতে পারে ৷ আমার আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন ৷ তারপর আদালতে এই মামলার শুনানি হতে পারে ৷ ’’
advertisement
আরও পড়ুন - জামিয়া ও আলিগড়ে পুলিশের প্রবেশ- বাংলা থেকে গুজরাট, উত্তরপ্রদেশ থেকে কেরল ক্ষোভ উগড়ে দিলেন মানুষ
মুশারফ দীর্ঘ সময় ধরেই নিজের ক্রমাগত খারপ হওয়া শরীরের বিষয় নিয়ে জানিয়েছেন ৷ তাছাড়াও তিনি জানান তাঁর জীবনের ওপর মৃত্যুর ছায়া রয়েছে, পাশাপাশি তিনি চিন্তিত ছিলেন তাঁর বয়স্কা মাকে নিয়ে ৷ কিন্তু যেহেতু তার জীবন নিয়ে ভয় দেখানো হচ্ছে তাই দেশে ফিরতে পারছিলেন না তিনি এটাই জানিয়েছিলেন ৷
আরও দেখুন